রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ প্রকাশিত হয়েছে।আজকের আর্টিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য,তারিখ,আবেদন যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব।সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয়ক আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ | Rajshahi University Admission Circular
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ | Rajshahi University Admission Circular
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট চারটি অনুষদ রয়েছে।প্রতিটি বিভাগের জন্য আলাদাভাবে আবেদন যোগ্যতা চাওয়া হয়।চলুন, রাবি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর সকল গুরুত্বপূর্ণ তারিখ সমূহের জেনে নেওয়া যায়।
এক নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় সমূহ
- প্রাথমিক আবেদনের তারিখ:-এখনো প্রকাশিত হয় নি
- প্রাথমিক আবেদনের শেষ তারিখ:-এখনো প্রকাশিত হয় নি
- এডমিট কার্ড তোলার শেষ তারিখ:-এখনো প্রকাশিত হয় নি
- বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ:-এখনো প্রকাশিত হয় নি
- মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ:-এখনো প্রকাশিত হয় নি
- বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ:-এখনো প্রকাশিত হয় নি
- আবেদনের ফলাফল প্রকাশ:-এখনো প্রকাশিত হয় নি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট:-http://admission.ru.ac.bd
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষার সময়
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা মূলত চারটি শিফটে নেওয়া হবে।
- প্রথম শিফট:-সকাল ৯ টা থেকে দশটা পর্যন্ত
- দ্বিতীয় শিফট:-সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত
- তৃতীয় শিফট:-দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত
- চতুর্থ শিফট:-বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ও বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরে মোট ৫৯ টি বিভাগ এবং পাঁচটি ইনস্টিটিউটে টোটাল ৪১৩৭ টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। রাবিতে প্রতিবছর এই তিনটি ইউনিটে মোট ২ লক্ষের বেশি শিক্ষার্থী আবেদন করে থাকে। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি দুই ভাগে সম্পন্ন করা হয়৷
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি | রাবি ভর্তি পরীক্ষা পদ্ধতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় মোট ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।কোন লিখিত পরীক্ষা থাকে না।
- এমসিকিউ পরীক্ষা:- ২০ মার্কস
- জিপিএ:- ২০ মার্কস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ মার্ক হলো ৪০ নম্বর।
জিপিএ নম্বর :- মাধ্যমিক বা এসএসসি/দাখিল বা এই সমমান পরীক্ষার জিপিএ এবং উচ্চ মাধ্যমিক বা আলিম পরীক্ষার
সমমান জিপিএ নাম্বার থেকে ২০ মার্কস দেওয়া হয়। ফলাফল প্রকাশের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে এই ২০ মার্কস যোগ করে পূর্ণাঙ্গ ফলাফলেত তালিকা প্রকাশিত হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো আলাদাভাবে কোটায় দিকে প্রকাশ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট ও আসন সংখ্যা
প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় টোটাল তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।তিনটি ইউনিটের মোট আসন সংখ্যা ৪,১৩৭ টি
Rajshahi University A unit
A ইউনিট তথা সামাজিক বিজ্ঞান বিভাগ :- কলা অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট, সামাজিক বিজ্ঞান বিভাগের সকল বিভাগ ও ইনস্টিটিউট এবং চারুকলা ও শিক্ষা অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট এর অন্তর্ভুক্ত সকল বিষয় নিয়ে রাজশাহী ইউনিভার্সিটির ক ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
Rajshahi University C unit
রাজশাহী বিশ্ববিদ্যালয় গ ইউনিট/Rajshahi University C unit ঢাকা ইউনিভার্সিটি অথবা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতোই।সি ইউনিট তথা বিজ্ঞান বিভাগের আওতায় কৃষি অনুষদ,বিজ্ঞান অনুষদ,জীব বিজ্ঞান অনুষদ,ফার্মেসী অনুষদ,ফিশারিজ অনুষদ ও ভূবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা গ ইউনিটের মাধ্যমে নেওয়া হয়।
Rajshahi University B unit
রাজশাহী বিশ্ববিদ্যালয় খ ইউনিট/Rajshahi University B unit এর আওতায় রাবি বিবিএ,আইবিএ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
রাবি | রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা ২০২৪-২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীকে ২০২৪ অথবা ২০২৩ সালে এইচএসসি বা এই সমমান পরীক্ষায় এবং ২০২১ বা ২০২০ সালে এই এসএসসি/দাখিল/এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাবি ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাবি সি ইউনিট আবেদন যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ তথা সি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীকে ২০২৪ অথবা ২০২৩ সালে এইচএসসি বা এই সমমান পরীক্ষায় এবং ২০২১ বা ২০২০ সালে এই এসএসসি/দাখিল/এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ মোট ৮.০০ থাকতে হবে।তবে আলাদাভাবে প্রতিটি পরীক্ষায়(ssc/hsc) ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাবি A ইউনিট আবেদন যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ তথা A ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীকে ২০২৪ অথবা ২০২৩ সালে এইচএসসি বা এই সমমান পরীক্ষায় এবং ২০২১ বা ২০২০ সালে এই এসএসসি/দাখিল/এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে ন্যূনতম জিপিএ মোট ৭.০০(চতুর্থ বিষয় সহ) থাকতে হবে।তবে আলাদাভাবে প্রতিটি পরীক্ষায়(ssc/hsc) ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাবি B ইউনিট আবেদন যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ তথা B ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীকে ২০২৪ অথবা ২০২৩ সালে এইচএসসি বা এই সমমান পরীক্ষায় এবং ২০২১ বা ২০২০ সালে এই এসএসসি/দাখিল/এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে ন্যূনতম জিপিএ মোট ৭.৫০(চতুর্থ বিষয় সহ) থাকতে হবে।তবে আলাদাভাবে প্রতিটি পরীক্ষায়(ssc/hsc) ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় খ /B ইউনিট মানবন্টন
ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য
- ইংরেজি - ২৫ নম্বর
- বাংলা - ১৫ নম্বর
- হিসাববিজ্ঞান - ৩০ নম্বর
- সর্বমোট ১০০ নম্বর
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ৩০ নম্বর
মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য
- ইংরেজি - ২৫ নম্বর
- বাংলা - ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান - ৪৫ নম্বর
- আইসিটি - ১৫ নম্বর
- সর্বমোট ১০০ নম্বর।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো কিছু তথ্য
- পরীক্ষার ধরন - MCQ
- পরীক্ষার সময় - ১ ঘন্টা
- এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর - ৪০
প্রতিটি প্রশ্নের মান ১.২৫ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক /A ইউনিট মানবন্টন
মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য
- ইংরেজি - ৩৫ নম্বর
- বাংলা - ৩৫ নম্বর
- সাধারণ জ্ঞান - ৩০ নম্বর
- সর্বমোট ১০০ নম্বর
ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো কিছু তথ্য
- পরীক্ষার ধরন - MCQ
- পরীক্ষার সময় - ১ ঘন্টা
- এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর - ৪০
- প্রতিটি প্রশ্নের মান ১.২৫ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় গ /C ইউনিট মানবন্টন
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য
- রসায়ন - ৩১.২৫ নম্বর
- পদার্থবিজ্ঞান - ৩১.২৫ নম্বর
- আইসিটি - ৬.২৫ নম্বর
- গণিত - ৩১.২৫ নম্বর
- জীববিজ্ঞান - ৩১.২৫ নম্বর
- জীববিজ্ঞান + গণিত - ৩১.২৫ নম্বর
(জীববিজ্ঞান,গনিত,জীববিজ্ঞান+ গণিত এই তিনটি অংশ থেকে যেকোনো একটির উত্তর করতে হবে)
সর্বমোট ১০০ নম্বর
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য
- ইংরেজি - ৩১.২৫ নম্বর
- বাংলা - ৩১.২৫ নম্বর
- সাধারণ জ্ঞান/ মনোবিজ্ঞান/ভূগোল - ৩৭.২৫ নম্বর
- আইসিটি - ১৫ নম্বর
- সর্বমোট ১০০ নম্বর।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো কিছু তথ্য
- পরীক্ষার ধরন - MCQ
- পরীক্ষার সময় - ১ ঘন্টা
- এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর - ৪০
- প্রতিটি প্রশ্নের মান ১.২৫ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাবি ভর্তি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ
সাধারণত দুই সপ্তাহ বা এক মাসের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে থাকে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে রোল নং সহ মেধা তালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার বিষয়ের সাথে এসএসসি বা দাখিল পরীক্ষা এবং এইচএসসি বা আলিম পরীক্ষার জিপিএর উপর নির্দিষ্ট মার্কস সহ প্রকাশ করা হয়।
রাবি ভর্তি পরীক্ষা - নেগেটিভ মার্ক
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং টোটাল নাম্বারে গুরুত্বপূর্ণ ইমফ্যাক্ট ফেলে।তাই,৭৫% শিওর হলে আন্দাজে দাগাতে পার।কিন্তু ৫০% শিওর হলে আন্দাজে দাগাবানা।অধিকাংশ শিক্ষার্থী আন্দাজে দাগাতে গিয়ে মূল নাম্বার থেকে মার্কস কমিয়ে ফেলে।যেকোনো বিশ্ববিদ্যালয়ে ০.২৫ মার্কস ও মেধাতালিকায় অনেকটা ভ্যারিয়েশন তৈরি করে৷
রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি ২০২৫-২৬
আবেদনকারী শিক্ষার্থীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.admission.ru.ac.bd তে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
ইউনিট সিলেকশন - প্রথমত আপনি যে ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক সে ইউনিট সিলেক্ট করতে হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা
প্রতি ইউনিটে প্রাথমিক আবেদনের পর চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য ৭২ হাজার শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে।
চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হলে A ও C ইউনিটের জন্য ১৩২০ টাকা(চার্জ সহ) জমা দিতে হবে
খ/B ইউনিটের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১০০ টাকা জমা দিতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাবি ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড ২০২৫
যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রবেশপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা ছাড়া শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বুঝতে দেওয়া হবে না।Ru Admit card download এর জন্য আবেদনের পর "প্রবেশপত্র ডাউনলোড করন" অপশন থেকে Rajshahi University admit card download করে নিবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ
এই অনুষদের মোট ১২টি বিভাগের অধীনে রয়েছে ৮৮৬টি আসন।
- দর্শন- ১১০
- ইতিহাস- ১০০
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১০০
- ইংরেজি- ৯০
- বাংলা- ৮০
- ফারসি ও ভাষা সাহিত্য- ৪৫
- আরবি- ১১০
- ইসলামিক স্টাডিজ- ১১০
- সংগীত- ৩০
- নাট্যকলা- ১৫
- সংস্কৃত- ৫৬
- উর্দু- ৪০টি
রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদ
এই অনুষদের অধীনে রয়েছে মোট ১৬০টি আসন। এর মধ্যে আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি ও আইন বিভাগে আসন রয়েছে ১১০।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ
এই অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে ৬৫৬টি আসন
- অর্থনীতি- ১০০
- সমাজকর্ম- ৭০
- রাষ্ট্রবিজ্ঞান- ১০০
- ফোকলোর- ৬০
- সমাজবিজ্ঞান- ৮০
- ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬৬
- লোক প্রশাসন- ৫০
- নৃবিজ্ঞান- ৫০
- গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৪০
- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ- ৪০।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ
এই অনুষদের অধীনে রয়েছে ১২০টি আসন
- এর মধ্যে চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫
- গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ- ৪৫।
- মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ
এই অনুষদের অধীনে রয়েছে ৪৭৫টি আসন।
- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা- ১১০
- ম্যানেজমেন্ট স্টাডিজ- ৮০
- মার্কেটিং- ১১০
- ব্যাংকিং ও ইনস্যুরেন্স- ৬০
- ফাইন্যান্স- ৮০
- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ- ৩৫।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ
এই অনুষদের অধীনে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে মোট ৫০টি আসন রয়েছে।
FAQ's
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে?
প্রতিটি বিভাগের জন্য রিকোয়ারমেন্ট আলাদা।
বিজ্ঞান বিভাগ - এসএসসি এবং এইচএসসিতে মোট ৮.০০ থাকতে হবে।প্রতিটি আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয় সিট কত?
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনুসারে সি ইউনিটের জন্য মোট সিট বরাদ্দ রয়েছে ১৫১৭ টি। এরমধ্যে অবিজ্ঞান বিভাগের জন্য সিট বরাদ্দ রয়েছে ৪৬ টি৷
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখব কিভাবে?
https://www.admission.ru.ac.bd তে গিয়ে নোটিশ বোর্ড থেকে রেজাল্টের পিডিএফ দেখতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটেও মেধাতালিকাত পিডিএফ প্রকাশ করে দিব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইম আছে?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে।
রাবিতে পাশ মার্ক কত?
৪০ নম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ তারিখ কত?
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনুযায়ী শেষ তারিখ এখনো প্রকাশিত হয়নি।
শেষকথা
আজকের আর্টকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি।সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বা সার্কুলার বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।