ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক ২০২৫ | Islami Bank Account Balance Check

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে চাইলে অনেক মানুষই ব্যাংকে গিয়ে ব্যালেন্স জেনে আসে।কিন্তু ঘরে বসে আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমেই আপনার ব্যাংক একাউন্টের ব্যালেন্স এবং অন্যান্য ডিটেলসে পেতে পারেন।কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমেই ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করবেন আজকের ব্লগে আমরা সেটিই বর্ণনা করব।

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক ২০২৫

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

বর্তমানে প্রতিটি নাগরিকই অর্থ সুরক্ষিত রাখার জন্য কোন না কোন ব্যাংকে একাউন্ট করে রাখে।কিন্তু এই ব্যাংক একাউন্টের লেনদেন জানার জন্য বারবার ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে।এক্ষেত্রে আপনার সময় এবং অর্থ দুটি নষ্ট হয়।এছাড়াও ব্যাংকে গেলে কর্মচারীরা ব্যস্ত থাকার কারণে দীর্ঘক্ষণ ধরে সেখানে বসে থাকা লাগে।এ ধরনের সকল সমস্যার সমাধানের জন্য আপনার দরকার হবে শুধুমাত্র মোবাইল।আজকে আমরা মোট দুটি পদ্ধতিতে ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম নিয়ে আলোচনা করব।পদ্ধতিগুলি হল:-

  • ব্রাউজারের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম। 
  • সেলফি অ্যাপ এর মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম। 

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম | Islami Bank Account Check

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে।পদ্ধতিটি ধাপে ধাপে ব্যাখ্যা করছি। 

প্রথম ধাপ:- ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ 

আপনার ফোনের যে কোন ব্রাউজার, যেমন ক্রোম ওপেন করুন।

এরপর ক্রোমের এড্রেস বারে গিয়ে help.islamibankbd.com এই ওয়েবসাইটের ঠিকানাটি দিন।ঠিকানা দেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করুন। 

এরপর ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে।  

দ্বিতীয় ধাপ:- মোবাইল নম্বর দিন 

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে,আপনার যে নাম্বার দিয়ে ব্যাংক একাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি লিখুন।

পরের বক্সে নিচ দেখানো কোডটি লিখুন।এটি মূলত আপনি রোবট কিনা সেটা চেক করার জন্য দেওয়া হয়।এরপর proceed বাটনে ক্লিক করুন।

proceed বাটনে ক্লিক করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে।

তৃতীয় ধাপ:- OTP প্রদান 

আপনি যে নাম্বার ব্যবহার করে ইসলামী ব্যাংক একাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি OTP যাবে।(OTP মূলত ভেরিফিকেশন মেসেজ কোড এর মত)।

OTP সঠিকভাবে লিখুন এবং এরপর proceed বাটনে ক্লিক করুন।proceed বাটনে ক্লিক করার পর পরবর্তী পেইজে ইসলামী ব্যাংকের সকল সেবা সমূহ দেখতে পাবেন।

চতুর্থ ধাপ:- check account balance ক্লিক

এই পেইজে আপনারা ইসলামী ব্যাংকের সকল সেবা সমূহ পর পর দেখতে পাবেন।যেমন:-

  • Check Account Balance 
  • Show Account Statement 
  • Check Card Balance 
  • Show Card Statement 
  • Issue ATM Transaction Dispute 
  • Track Issued Dispute   

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে চাইলে আপনি Check Account Balance এ ক্লিক করবেন।ক্লিক করলে পরবর্তী পেইজ ওপেন হবে

পঞ্চম ধাপ:- অ্যাকাউন্ট নম্বরে ক্লিক 

এই পেজে আপনাকে ইসলামিক ব্যাংক account number এবং আপনার নামটি দেখাবে।আপনি যদি ব্যাংক একাউন্ট ব্যালেন্স দেখতে চান,তাহলে ব্যাংক একাউন্ট নাম্বারের উপর ক্লিক করবেন।

পরবর্তী পেইজে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখতে পাবেন।

ষষ্ঠ ধাপ:- অন্যান্য সেবা গ্রহণ 

ব্যাংক একাউন্ট ব্যালেন্স ছাড়াও যদি আপনি অন্যান্য ডিটেলস দেখতে চান, তাহলে পুনরায় আপনাকে Go to Home Menu ক্লিক করতে হবে। 

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়মটি ব্রাউজারের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার মতোই। আপনাকে শুধুমাত্র ব্রাউজারে গিয়ে help.islamibankbd.com এড্রেস বারটি সার্চ দিতে হবে। 

উপরে উল্লেখিত প্রসেস গুলো ফলো করলেই আপনি অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারবেন। 

ইসলামী ব্যাংক ব্যালেন্স চেক sms | Islami Bank Account Balance Check by SMS

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম SMS মাধ্যমে জানতে চাইলে আপনার শুধুমাত্র ফোনের দরকার হবে। এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে।তাই যাদের কাছে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড নেই, তারাও চাইলে খুব সহজেই এসএমএস এর মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। 

এক্ষেত্রে গ্রামীন সিমের জন্য একটি নিয়ম রয়েছে এবং অন্যান্য স্টিমের জন্য অন্য একটি নিয়ম রয়েছে।দুটি নিয়মই আপনাদের সুবিধার্থে বিস্তারিত তুলে ধরছি। 

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক (গ্রামীণ ছাড়া অন্য অপারেটরের জন্য) 

আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে 

IBBL <space> BAL <space> লিখে 26956 নাম্বারে পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে ইসলামী ব্যাংক কর্তৃক আপনার টাকার পরিমান উল্লেখ করে একটি ফিরতি এসএমএস জানানো হবে।

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক (গ্রামীণফোনের গ্রাহকের জন্য) 

আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে 

IBBL <space> BAL <space> লিখে 16259 নাম্বারে পাঠিয়ে দিন।কিছুক্ষণের মধ্যে ইসলামী ব্যাংক কর্তৃক আপনার টাকার পরিমান উল্লেখ করে একটি ফিরতি এসএমএস জানানো হবে।

আশা করি ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার দুটি পদ্ধতিই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। 

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক 

ইসলামী ব্যাংক একাউন্টের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আপনারা সেলফিন এপ্স এর মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।সেলফিন অ্যাপ ইসলামী ব্যাংকের দ্বারা পরিচালিত অনলাইনে সেবা প্রদানকারী অ্যাপ।চলুন দেখে নিই, অনলাইনে ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক।  

  • প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সেলফিন অ্যাপ লিখে সার্চ দিন।এবং ইনস্টল করে নিন। 
  • তারপর সেলফিন অ্যাপসে রেজিস্ট্রেশন করুন।রেজিস্ট্রেশন করার জন্য আপনার কিছু তথ্য প্রদান করতে হবে।আপনি নিজে না পারলে যেকোনো একদিন ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে লগইন করে নিতে হবে।এক্ষেত্রে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটি দিয়ে লগইন করুন। 
  • লগইন করার পর আপনার ফোন স্ক্রিনে Bank account(A/c) লিখাটি দেখাবে।এই অপশনে ক্লিক করুন।
  • তারপর 'ইসলামী ব্যাংক একাউন্টের কার্ড নাম্বারটি' দিয়ে আপনার ব্যাংক একাউন্টে এখানে এড করে নিন।
  • ব্যাংক একাউন্ট এড করার পর balance check নামের একটি অপশন শোও করাবে।
  • ব্যালেন্স চেক অপশনে ক্লিক করলে আপনার কত টাকা আছে তা দেখতে পাবেন। 

ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার চেক

ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার চেক করার জন্য আপনার যে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক একাউন্ট টি খুলেছেন সেই মোবাইল ফোনের দরকার হবে।পুরো প্রসেসটি আপনাদের সুবিধার্থে ব্যাখ্যা করেছি।

প্রথম ধাপ:- ব্যাংকের ওয়েবসাইটে যান 

আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করুন।এড্রেস বারে গিয়ে help.islamibankbd.com এই ওয়েবসাইটের ঠিকানাটি নির্ভুলভাবে লিখুন। তাইলে লিঙ্ক এর উপর ক্লিক করেও যেতে পারেন।ইন্টার বাটনে ক্লিক করুন।   

দ্বিতীয় ধাপ:- মোবাইল নম্বর লিখুন 

ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার চেক করতে,যেই নাম্বার দিয়ে আপনার ব্যাংক একাউন্টটি খোলা রয়েছে সেই নাম্বারটি লিখুন।

বক্সে দেখানো কোডটি লিখুন এবং proceed বাটনে ক্লিক করুন।proceed বাটনে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে।

তৃতীয় ধাপ:- OTP লিখুন 

আপনি যে নাম্বারের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্টটি খুলেছেন সেই নাম্বারে ব্যাংক থেকে একটি OTP যাবে।(OTP মূলত ভেরিফিকেশন মেসেজ কোড এর মত)।

OTP সঠিকভাবে দিন,সেই সাথে proceed বাটনে ক্লিক করুন।proceed বাটনে ক্লিক করার পর পরবর্তী পেইজে ইসলামী ব্যাংকের সেবা সমূহ দেখাবে

চতুর্থ ধাপ:- অ্যাকাউন্ট নাম্বার চেক 

এই পেইজে আপনারা ইসলামী ব্যাংকের সকল সেবা সমূহ পর পর দেখতে পাবেন।যেমন:-

  • Check Account Balance 
  • Show Account Statement 
  •  Track Issued Dispute
  • Show Card Statement 
  • Check Card Balance
  • Issue ATM Transaction Dispute  

ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার চেক করতে চাইলে আপনি Check Account Balance এ ক্লিক করবেন।ক্লিক করলে পরবর্তী পেইজ আপনাকে ইসলামিক ব্যাংক account number এবং আপনার নামটি দেখাবে।

অ্যাকাউন্ট নাম্বার এ ক্লিক করলে আপনি আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট চেক বই

ইসলামী ব্যাংক একাউন্ট চেক বইয়ের আবেদন করার জন্য ইসলামি ব্যাংকের যেকোনো শাখাতে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্য ও সাইন ব্যাংক অফিসার কে দিলেই তারা আপনার চেক বইয়ের জন্য অর্ডার দিবে। দুই সপ্তাহের মধ্যে আপনি ইসলামী ব্যাংক একাউন্ট চেক বইটি পেয়ে যাবেন। 

FAQ's

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার কতদিন পর চেক বই পাওয়া যায়? 

সাধারণত দুই সপ্তাহ লেগে থাকে।তবে কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে।

অনলাইনে ব্যাংক ব্যালেন্স চেক করা যায়? 

হ্যাঁ অবশ্যই।আপনি সেলফিন অ্যাপ এর মাধ্যমে অথবা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। 

ব্যাংক একাউন্ট ব্যালেন্স কিভাবে চেক করব? 

ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার উপায়:-

১.এসএমএস এর মাধ্যমে 

২.সেলফিন অ্যাপের মাধ্যমে 

৩.ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে 

ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার কত সংখ্যা?

টোটাল ১৭ ডিজিটের ইসলামী ব্যাংক একাউন্ট হয়ে থাকে।প্রথম চার সংখ্যা হচ্ছে ২০৫০, এর পরের ৩ সংখ্যা হচ্ছে ব্রাঞ্চ কোড।

ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং চালু আছে? 

ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো সেলফিন।

শেষকথা 

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক ২০২৫ নিয়ে আজকের ব্লগে আমরা সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি।যদি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হন,তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন।যেত ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যাংকের মধ্যে একটি,ইসলামী ব্যাংকের অনলাইন লেনদেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেক, শিল্পীর অ্যাপসে কিভাবে একাউন্ট খুলবেন এই নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের জানাবেন।

Please Share this On:

Previous Post
No Comment
Add Comment
comment url