Eduitbd

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ সম্প্রতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।আপনাদের সুবিধার্থে বিষয় কোড সহ bou hsc exam routine 2025 দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষাপদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ব্লগে৷

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ | বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫

তারিখ ও দিনবারসকাল: ১০:০০ টা থেকে ১:০০টা পর্যন্তবিকাল: ২:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত
০৪-০৭-২০২৫শুক্রবারবাংলা (অবশ্যিক) ১ম পত্র – HSC 1851বাংলা (অবশ্যিক) ২য় পত্র – HSC 2852
১১-০৭-২০২৫শুক্রবার
ইংরেজি ১ম পত্র – HSC 1852
ইংরেজি ২য় পত্র – HSC 2852
১৮-০৭-২০২৫শুক্রবারতথ্য যোগাযোগ প্রযুক্তি  – HSC 1853
২৫-০৭-২০২৫শুক্রবারপৌরনীতি ও সুশাসন ১ম পত্র  – HSC 1857
পদার্থবিজ্ঞান ১ম পত্র – HSC 1871
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র – HSC 1885
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র – HSC 2857
পদার্থবিজ্ঞান ২য় পত্র – HSC 2871
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র – HSC 2885
২৬-০৭-২০২৫শনিবারভূগোল ১ম পত্র  – HSC 1875
গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র  – HSC 1877
কৃষি শিক্ষা ১ম পত্র – HSC 1889
ভূগোল ২য় পত্র  – HSC 2875
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র  – HSC 2877
কৃষি শিক্ষা ২য় পত্র – HSC 2889
০১-০৮-২০২৫শুক্রবারসমাজবিজ্ঞান ১ম পত্র  – HSC 1859
যুক্তিবিদ্যা ১ম পত্র – HSC 1860
সমাজকর্ম ১ম পত্র – HSC 1862
রসায়ন ১ম পত্র  – HSC 1872
হিসাব বিজ্ঞান ১ম পত্র – HSC 1886
সমাজবিজ্ঞান ২য় পত্র  – HSC 2859
যুক্তিবিদ্যা ২য় পত্র – HSC 2860
সমাজকর্ম ২য় পত্র – HSC 2862
রসায়ন ২য় পত্র  – HSC 2872
হিসাব বিজ্ঞান ২য় পত্র  – HSC 2886
০২-০৮-২০২৫শনিবারঅর্থনীতি ১ম পত্র  – HSC 1858
জীববিজ্ঞান ১ম পত্র  – HSC 1873
উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ১ম পত্র – HSC 1888
অর্থনীতি ২য় পত্র – HSC 2858
জীববিজ্ঞান ২য় পত্র  – HSC 2873
উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ২য় পত্র – HSC 2888
০৮-০৮-২০২৫শুক্রবারইতিহাস ১ম পত্র – HSC 1855
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র – HSC 1856
ইসলাম শিক্ষা ১ম পত্র  – HSC 1861
উচ্চতর গণিত ১ম পত্র – HSC 1874
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র – HSC 1887
ইতিহাস ২য় পত্র – HSC 2855
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র – HSC 2856
ইসলাম শিক্ষা ২য় পত্র  – HSC 2861
উচ্চতর গণিত ২য় পত্র – HSC 2874
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র – HSC 2887

উন্মুক্ত এইচএসসি পরীক্ষা ২০২৫

bou hsc exam routine 2025 এর পরীক্ষার নির্দেশনা গুলো হলো

  • অবশ্যই শিক্ষার্থীকে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। 
  • মূল আইডি কার্ড ব্যতীত অন্য কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।অর্থাৎ পরীক্ষা কেন্দ্র আপনার আইডি কার্ড আনা বাধ্যতামূলক।কেননা পরবর্তীতে ফেইস যাচাই করা হবে। 
  • পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যাগ ও অন্যান্য ইলেকট্রনিক জিনিস রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। 
  • ক্যালকুলেটর রাখা যাবে।
  • পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার কক্ষ ত্যাগ করা যাবে না। 
  • প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন এবং পরবর্তীতে সৃজনশীল প্রশ্নের পরীক্ষা দিতে হবে। 
  • রেজিস্ট্রেশন মেয়াদ ৩ বছর হওয়ার কারণে ১৮ ব্যাচ প্রথম সুযোগ,১৭ ব্যাচ দ্বিতীয় সুযোগ এবং ১৫ ব্যাচ স্টেশনের সর্বশেষ সুযোগ পাবে। 
  • উত্তরপত্রে পরীক্ষার্থীকে প্রোগ্রাম কোর্ড,আইডি নাম্বারটি এবং বিষয় কোড সম্পূর্ণ ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে।যদি বৃত্ত ভরাট ভুল হয় তাহলে সাথে সাথে স্যারকে জানাতে হবে।
  • সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে, 
  • ৮.৪৫ এর মধ্যে শিক্ষার্থীদের উত্তরপত্র বহুনির্বাচনি শিট বিতরণ করতে হবে। 
  • সকাল ৯.০০ টায় বহুনির্বাচনি প্রশ্ন দিতে হবে। 
  • ৯ঃ৪০ এর মধ্যেই বহুনির্বাচনি বা এমসিকিউ উত্তরের শিটটি নিয়ে নিতে হবে এবং সৃজনশীল প্রশ্নের প্রশ্নপত্র বিতরণ করতে হবে।  
  • দুপুর ২.০০ টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে, 
  • ১.৪৫ এর মধ্যে শিক্ষার্থীদের উত্তরপত্র বহুনির্বাচনি শিট বিতরণ করতে হবে। 
  • সকাল ২.০০ টায় বহুনির্বাচনি প্রশ্ন দিতে হবে। 
  • ২.৪০ এর মধ্যেই বহুনির্বাচনি বা এমসিকিউ উত্তরের শিটটি নিয়ে নিতে হবে এবং সৃজনশীল প্রশ্নের প্রশ্নপত্র বিতরণ করতে হবে।  
  • ব্যবহারিক সম্মিলিত বিষয়ে সৃজনশীল বহুনির্বাচনি এবং ব্যবহারিক পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাশ করা লাগবে। 
  • কোন কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ পরীক্ষা সময়সূচি পরিবর্তন করতে পারবে।
  • প্রত্যেক শিক্ষার্থীকে স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, সেটি নিজে জানা লাগবে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা ২০২৫ কবে হবে?

বাউবি এইচএসসি পরীক্ষা ৭ জন 2025 তারিখ থেকে শুরু হবে।দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আপনাদের রুটিন প্রকাশিত হয়েছে।যেহেতু এইচএসসি পরীক্ষা বর্তমানে চলমান,আপনাদের রুটিন আর চেঞ্জ হওয়ার কোন সম্ভাবনা নেই।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরীক্ষা ২০২৫ এর পিপারেশন আপনারা আশা করি নেওয়া শুরু করেছেন। যদি কোন সাবজেক্টে প্রশ্ন কিংবা pdf রাখি তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পিডিএফ ফর্মেট এ দেওয়ার চেষ্টা করব

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরীক্ষার ফলাফল দেখতে হলে আপনাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যেতে হবে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট হলো:- www.bou.ac.bd

ওয়েবসাইটে যাওয়ার পর রেজাল্ট সেকশনে গিয়ে আপনি কোন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেটা নির্বাচন করুন।যেমন এসএসসি এইচএসসি বা ডিগ্রী পরীক্ষা,যে কোর্সেই হন সেটি সিলেক্ট করুন। 

পরবর্তীতে আপনার Student ID দিয়ে Submit বাটনে ক্লিক করুন।

উন্মুক্ত এইচএসসি ভর্তি পরীক্ষার রুটিন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.bou.ac.bd)এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।আপনাদের পরীক্ষা জুলাইয়ের ১৯ তারিখ থেকে শুরু হবে।এবং শেষ হবে আগস্টের ২৪ তারিখে।

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৫-২০২৬

FAQ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তির খরচ কত? 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাথমিক খরচ হলো ৩০০ টাকা।পরবর্তীতে কোর্স অনুযায়ী বাকি টাকা নেওয়া হয় 

বাউবি এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৫

সাধারণত বাউবি এইচএসসি পরীক্ষার ৩ থেকে ৪ মাসের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইটের নোটিশ আপশনে (https://www.bou.ac.bd) আপনারা পরীক্ষার রুটিন পেয়ে যাবেন। 

bou hsc exam 2025 date

19 july 2025

bou hsc exam routine 2025 pdf download

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা রুটিন ডাউনলোড করে নিতে পারবেন 

bou hsc exam notice

bou hsc exam will begin on 19 june 2025

Is Bangladesh Open University private or government? 

It’s a public University, not a private one. 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বেসরকারি নাকি সরকারি? 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সরকারি একটি বিশ্ববিদ্যালয়, যেতেই অক্টোবর ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 

শেষ কথা

উন্মুক্ত এইচএসসি ভর্তি পরীক্ষার রুটিন ২০২৫ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি।তবে রুটিন বা পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জিজ্ঞেস করবেন।এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সহ সকল ধরনের অফিসিয়াল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index
Scroll to Top