প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৫ নিয়ে আজকের ব্লগে বিস্তারিত আলোচনা করব।প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাওয়া বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় অত্যন্ত সহজ।বাংলাদেশে যে কয়টি ব্যাংক প্রবাসী ভাইদের লোন প্রদান করে তার মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক অন্যতম।আপনি যদি সঠিকভাবে লোন নেওয়ার জন্য আবেদন করেন,তাহলে খুব সহজেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন।আজকের আর্টিকেল আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদন,প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা,প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৫

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন কী
প্রতিবছরে বাংলাদেশ থেকে অসংখ্য নাগরিক জীবিকা বা চাকরির উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেয়।এর মধ্যে সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্ছে আমাদের ভাইয়েরা গিয়ে থাকেন।কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা খরচ হয়,সেটা সকল নাগরিকের থাকে না।আর এই অসুবিধার কথা চিন্তা করে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী ভাইদের জন্য একটি বিশেষ লোন দিয়ে থাকেন,এই লোনটিই প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নামে সুপরিচিত।কিছু সহজ শর্ত প্রদানে প্রবাসী কল্যাণ ব্যাংক গ্রাহকদের লোন দিয়ে থাকে।বাংলাদেশ সরকার প্রবাসীদের সহযোগিতা করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম
- প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম অন্যান্য ব্যাংকের মধ্যে এত জটিল নয়।কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র প্রদান করে এবং সহজ কয়েকটি শর্ত অনুসরণ করে আপনি খুব সহজে লোন পেতে পারেন।এ পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়মটি আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করেছি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চাইলে,আপনি স্থানীয় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় গিয়ে দায়িত্বরত কর্মকর্তার সাথে লোনের ব্যাপারে আলোচনা করতে হবে।
- ব্যাংক কর্মকর্তারা লোন দেওয়ার জন্য আপনাকে ব্যাংকের নীতিমালা বিস্তারিতভাবে জানাবেন।সেই সাথে আপনার চাহিদা অনুযায়ী কি কি ডকুমেন্টস থাকবে সেটিও বলে দিবেন।
- আপনি যদি তাদের ডকুমেন্টস এবং শর্তে রাজি থাকেন তাহলে লোনের আবেদন পত্র প্রদান করবেন।
ফরমটি যথাযথভাবে পূরণ করলে আপনাকে প্রয়োজনীয় নথিপত্র গুলো জমা দিতে হবে।সেই সাথে আবেদন ফরমটিও জমা দিতে হবে।এক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন,ফরম পূরণের সময় আপনার নাম এবং অন্যান্য তথ্যাবলী যেন সঠিক থাকে। - আশা করি, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিতে হয় এ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।আবেদন করার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের দায়িত্ব কর্মকর্তা আপনার ফরমটি কর্তৃপক্ষের কাছে পাঠাবেন এবং সেখানেই আপনার লোনটি অনুমোদন করা হবে।চলুন এ পর্যায়ে দেখে নিই প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের প্রকারভেদ সমূহ।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন প্রকারভেদ
বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক তার গ্রাহকদের সাধারণত তিন ধরনের লোন দিয়ে থাকে।লোনগুলো হল:-
- পুনর্বাসন ঋণ
- অভিবাসন ঋণ
- বঙ্গবন্ধু অধিবাসী বৃহৎ পরিবার ঋণ
অভিবাসন ঋণ
প্রবাসীদের বিভিন্নভাবে সহযোগিতার লক্ষ্য নিয়ে বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশ সরকার অভিবাসন ঋণ প্রদান করে থাকেন।এই অভিবাসন ঋণ শুধুমাত্র বাংলাদেশ নাগরিকরাই পাবেন।এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের যেকোনো শাখা থেকেই ঋণ গ্রহণ করতে পারবেন।
অভিবাসন ঋণের ক্ষেত্রে,প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সর্বনিম্ন ১ লক্ষ টাকা দিয়ে থাকে এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা দিয়ে থাকে।
পুনর্বাসন ঋণ
পুনর্বাসন ঋণও বাংলাদেশে নাগরিকদের জন্যই প্রযোজ্য।বাংলাদেশের কোন নাগরিক যদি বিদেশে চাকরিরত অথবা কর্মরত থাকেন,এবং দেশে ফিরে যদি তিনি কোন ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চান,সে ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে উক্ত নাগরিককে ঋণ দিয়ে থাকে।
পুনর্বাসন ঋণের ক্ষেত্রে,প্রাবাসী নাগরিক ১০ বছর মেয়াদী সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার ঋণ গ্রহণ করতে পারবেন।তবে যদি জামানতবিহীন ঋণ গ্রহণ করতে চায়,এক্ষেত্রে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবেন।
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ
যদি কোন পরিবারের সদস্য বিদেশে চাকরির উদ্দেশ্যে বৈধভাবে ঋণ গ্রহণ করতে চান,তাদেরই বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ দেওয়া হয়।চাকরিপ্রাপ্ত ব্যক্তির পরিবার হতে যে কোন সদস্য বঙ্গবন্ধু বিভাজ্য পরিবার ঋণ গ্রহণ করতে পারবে।
বঙ্গবন্ধু অধিবাসী বৃহৎ পরিবার ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর।আর যদি জামানতবিহীন লোন গ্রহণ করতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা গ্রহণ করতে পারবে।
যদি ৫ লক্ষ টাকার অধিক লোন গ্রহণ করতে চায়, তবে জেনারেল নিবেন তার স্থাবর সম্পত্তির রেজিস্ট্রি মর্টগেজ হিসেবে ব্যাংকের নিকট জমা রাখা লাগবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি কাগজ লাগে
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে ব্যক্তিগত ডকুমেন্টের প্রয়োজন হয়।এ সকল ডকুমেন্টস এর প্রয়োজন হবে তন্মধ্যে রয়েছে:-
- আবেদনকারী জাতীয় পরিচয় পত্র ফটোকপি
- পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রধানকৃত নাগরিক সনদপত্র
- আবেদানকারীর সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি।কমপক্ষে ২ থেকে ৪ কপি ছবি প্রয়োজন হয়ে থাকে লোনের উপর ভিত্তি করে।
- বিগত ৬ থেকে ১২ মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে।
- ঠিকানার সত্যতা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিল,গ্যাস বিল কিংবা পানির বিল লাগবে
- নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে।
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে।
- নমিনির ব্যাংক একাউন্ট নাম্বার লাগবে।
এইসকল ব্যক্তিগত ডকুমেন্টস ছাড়াও আরো কিছু কাগজপত্রের দরকার হয়।যেমন:-
পুনর্বাসন লোন আবেদনের নথিপত্র
- পুনর্বাসন লোন নেওয়ার জন্য মৌলিক ডকুমেন্টস ছাড়াও যে সকল নথিপত্রের প্রয়োজন হয় তাহলো:-
- জামানত হিসেবে রাখা সম্পত্তির নথিপত্র
- ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে
- আবেদনকারী স্বাক্ষরকৃত ব্যাংক একাউন্টের চেকের পাতা লাগবে (৩ টি)
- আবেদনকারীর বিনিয়োগের ঘোষণাপত্র লাগবে
- লোন আবেদনকারী বিদেশ থেকে প্রত্যগমন করছে এই মর্মে দরকারি সকল নথিপত্র দিতে হবে
- আবেদনকারীর ব্যবসা বা প্রকল্পের বিগত দুই বছরের আয় ও ব্যয়ের বিবরণী হিসাব প্রদান করতে হবে।
অভিবাসন লোন আবেদনের নথিপত্র
- পরিবাসন লোন পাওয়ার জন্য দুইজন জামিনদারের প্রয়োজন হবে এবং উক্ত জামিনদারের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
- জামিনদারের স্বাক্ষরকৃত ব্যাংক একাউন্টে চেকের ৩ টি পাতা দিতে হবে।
- এছাড়াও ভিসা,পাসপোর্ট,বিএমআইটি কার্ডের ফটোকপি দিতে হবে।
- বঙ্গবন্ধু অধিবাসী বৃহৎ পরিবার লোন আবেদনের জন্য নথিপত্র
- প্রকল্পের বিগত এক বছরের আয়-ব্যায়ের হিসাব দিতে হবে
- ট্রেড লাইসেন্স লাগবে
- আবেদনকারী স্বাক্ষরকৃত ব্যাংক একাউন্টের চেকের পাতা লাগবে (৩ টি)
- কোন প্রশিক্ষণ সেন্টার বা প্রতিষ্ঠান থেকে যদি প্রশিক্ষণ নিয়ে থাকে তাহলে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক সার্টিফিকেট দিতে হবে
- আবেদনকারী যদি ব্যবসা কিংবা প্রকল্পের স্থান থেকে ভাড়া নেন,সে ক্ষেত্রে লিজের চুক্তিপত্র প্রদান করতে হবে
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
বর্তমানে এখনো প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়নি।তবে আপনি চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন ফরমটি ডাউনলোড করতে পারেন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট:- pkb.gov.bd
যদি আপনি লোনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের হেল্পলাইন নাম্বার থেকে লোন নিয়ে কথা বলে তারপর ব্যাংকে যেতে পারেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদন ফরম
প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট:- pkb.gov.bd থেকে আপনি লোন আবেদনের ফর্মটি ডাউনলোড করতে পারবেন।উক্ত ফরমটি সঠিকভাবে পূরণ করে তারপর লোনের জন্য ব্রাঞ্চ এ গিয়ে এপ্লাই করতে পারেন।তবে এক্ষেত্রে ব্যক্তিগত তথ্যাবলী ভোটার আইডি কার্ড দেখে সঠিকভাবে পূরণ করবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুদের হার
প্রবাসী কল্যাণ ব্যাংকে স্বল্প সুদের দীর্ঘমেয়াদি লোন পেয়ে যাবেন।বিভিন্ন লোনের উপর সময় এবং চাহিদার উপর ভিত্তি করে সুদের হারও ভিন্ন।চলুন দেখি নিই,প্রবাসী কল্যাণ ব্যাংকে তিনটি ভিন্ন লোনের উপর কত পারসেন্ট সূত্র রয়েছে।
- অভিবাসন লোনে ২ বছর সময়সীমায় সুদের দিতে হয় ৯%
- পুনর্বাসন লোনে ১০ বছর সময়সীমায় সুদের দিতে হয় ৯%
- বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোনে ১০ বছর সময়সীমায় সুদের দিতে হয় ৯%
প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়
- প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণত ন্যূনতম ১ লক্ষ টাকা থেকে বিভিন্ন মেয়াদের সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।লোন আবেদনকারী সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন।প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট সময় সেমাই কি পরিমাণ টাকা লোন দিয়ে থাকে সেটির একটি তালিকা রয়েছে।
- অভিবাসন লোনে ২ বছর সময়সীমায় সর্বনিম্ন ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
পুনর্বাসন লোনের ক্ষেত্রে ১০ বছর সময়সীমায় সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা লোন দিয়ে থাকে। - বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোনের ক্ষেত্রে ১০ বছর সময়সীমায় সর্বোচ্চ ১০ লক্ষ টাকা লোন দিয়ে থাকে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা
প্রবাসীদের কথা চিন্তা করেই বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক বিশেষ লোন সুবিধা চালু করেছে প্রবাসী কল্যাণ সুবিধাগুলোর মধ্যে জনপ্রিয় সেবা সমূহ হল:-
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি কম সুদে দীর্ঘমেয়াদি লোন নিতে পারবেন
যারা দীর্ঘ জীবন প্রবাস জীবনে থেকেছেন এবং দেশে ফিরে এসে উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন,তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক সর্বদাই পাশে রয়েছে
এছাড়াও যেসব ব্যক্তি কাজের বা চাকরির জন্য প্রবাসে যেতে চান,কিন্তু পরিবারের সামর্থ্য না থাকায় টাকার জোগাড় করতে পারছেন না,তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক সর্বদাই লোন দিয়ে থাকেন।অল্প কিছু ডকুমেন্টস এবং শর্তের বিনিময়ে আপনি কম সুদে দীর্ঘমেয়াদি লোন পেতে পারেন।
কোন ব্যাংক প্রবাসী লোন দেয়
সরকারি ব্যাংকের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী লোনের জন্য অত্যন্ত জনপ্রিয়।এছাড়াও সোনালী ব্যাংক,অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক,এনআরবি কমার্শিয়াল ব্যাংক,এনআরবি গ্লোবাল ব্যাংক সাধারণত প্রবাসী লোন দিয়ে থাকে।
আরোও পড়ুন – ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫
ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক ২০২৫
প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন
- Bagerhat – 01713-057535
- Laxipur – 01700-702752
- Barisal – 01700-702744
- Madaripur – 01700-702709
- B-baria – 01700-702720
- Magura – 01700-702753
- Bhaluka – 01713-057548
- Manikgonj – 01700-702706
- Bhanga – 01713-057556
- Maulavibazar – 01700-702729
- Bhola – 01700-702745
- Meherpur – 01713-057541
- Bogra – 01700-702734
- Mirzapur – 01700-702712
- Borguna – 01713-057534
- Mirzapur – 01700-702712
- Chadpur – 01700-702723
- Munshigonj – 01700-702704
- Chapainobabgonj – 01700-702733 Mymansingh – 01700-702705
- Chhagolnaiya – 01713-057544
- Narail – 01700-702749
- Chittagong – 01700-702717 Narayangonj – 01700-702748
- Chuyadanga – 01713-057538
- Narsindi – 01700-702710
- Coxbazar – 01700-702721
- Natore – 01713-057533
- Cumilla – 01700-702718
- Nawabgonj – 01713-057543
- Dhamura – 01713-057539
- Netrokona – 01713-057532
- Dinajpur – 01700-702742
- Noagaon – 01700-702735
- Dohar – 01700-702716
- Noakhali – 01700-702719
- Faridpur – 01700-702703
- Pabna – 01700-702736
- Feni – 01700-702725
- Patuakhali – 01700-702746
- Gaibandha – 01700-702751
- Pirojpur – 01700-702747
- Gazipur – 01700-702715
- Principal Branch – 01700-702700
- Ghatail – 01713-057554
- Rajbari – 01700-702713
- Gobindragonj – 01713-057559
- Rajshahi – 01700-702732
- Gopalgonj – 01700-702707
- rangamati – 01700-702722
- Gouripur – 01713-057558
- Rangpur – 01700-702741
- Hathajari – 01700-702724
- Raujan – 01700-702727
- Hobigonj – 01700-70273
- Sandwhip – 01700-702726
- Jamalpur – 01700-702750
- Satkhira – 01713-057536
- Jessore – 01700-702740
- Savar – 01713-057557
- Jhenaidha – 01713-057537
- Shariatpur – 01700-702711
- Joypurhat – 01713-057550
- Sherpur – 01713-057531
- Kakrail – 01700-702701
- Kapasia – 01713-057546
- Keranigonj – 01713-057549
- Sylhet – 01700-702728
- Kurigram – 01700-702743
- Tangail – 01700-702702
- Kustia – 01700-702739
- Thakurgaon – 01713-057551
- Laksham – 01713-057560
- Tongi – 01713-057552
- Lalmonirhat – 01713-057553
FAQ’s
প্রবাসী কল্যাণ ব্যাংক কি সরকারি ব্যাংক?
হ্যাঁ প্রবাসী কল্যাণ ব্যাংক ১ টি সরকারি ব্যাংক যা বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত।প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের জন্য বিভিন্ন মেয়াদী লোন দিয়ে থাকে।স্বল্প সুদে দীর্ঘমেয়াদি লোন দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক অত্যন্ত জনপ্রিয়।
প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের কোথায় আছে?
বর্তমানে সারা বাংলাদেশের ৬৪ জেলাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়?
আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান, তাহলে আপনার নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে কর্মকর্তার সাথে কথা বলে আবেদন ফরমটি সংগ্রহ করুন এবং সেই সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস ও নথিপত্র ব্যাংকে জমা দিন।
প্রবাসী কল্যাণ ব্যাংক চট্টগ্রাম কোথায় আছে
প্রবাসী কল্যাণ ব্যাংক 41,Sadarghat Road, Kalibari, chottogram এ অবস্থিত
কোন ব্যাংক বিদেশে যাওয়ার জন্য লোন দেয়?
ব্যাংক বিদেশে যাওয়ার জন্য লোন দেয় সেগুলো হলো:-
- প্রবাসী কল্যাণ ব্যাংক
- সোনালী ব্যাংক
- অগ্রণী ব্যাংক
- পূবালী ব্যাংক
- এনআরবি কমার্শিয়াল ব্যাংক
- এনআরবি গ্লোবাল ব্যাংক
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কাগজপত্র লাগবে
- আবেদনকারীর নাগরিক সনদপত্র
- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে (২-৩কপি)
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- পাসপোর্টের সত্যায়িত ফটোকপি লাগবে
- বিদেশে চাকরির নিয়োগ পত্রের সত্যায়িত ফটোকপির দরকার হবে
শেষ কথা
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৫ নিয়ে আজকের আর্টিকেল আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক মূলত প্রবাসী ভাইদের সকল অসুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের জন্য বিশেষ সেবা দানকারী প্রতিষ্ঠান।আশাকরি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে রণিত আপনাদের সমস্যা হবে না।তারপরও যদি কোথাও সমস্যা মনে করেন আমাদের কমেন্টে জানাবেন।আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।