বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৫-২০২৬ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।সেই সাথে ভর্তির সময়ও বাড়ানো হয়েছে।আজকের আর্টিকেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।সেই সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি যোগ্যতা, ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র,ভর্তি ফি সহ গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৫-২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৫-২০২৬ | BOU HSC Admission 2025-2026
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ সেশনের এইচএসসি প্রোগ্রামের আন্ডারে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শাখার ভর্তি আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ এ পর্যায়ে দেওয়া হলো।
এক নজরে সকল গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী
- আবেদন শুরু:- ১৫ এপ্রিল ২০২৫
- আবেদনের শেষ তারিখ:- ১৫ জুন ২০২৫
- অরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস:- ৮ আগস্ট ২০২৫
- অনলাইন আবেদন ফি:- ১০০ টাকা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি যোগ্যতা
এসএসসি বা এসএসসি সমমান যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হলেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসির জন্য ভর্তি আবেদন করতে পারবে৷আলাদাভাবে কোন রিকোয়ারমেন্ট নেই।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি ফি
অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি ১০০ টাকা দিতে হবে।এইচএসসি মোট ভর্তি ফি ৪৫২৩ টাকা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তির জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার।
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো হলো
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বা অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি
- এসএসসি বা SSC – সমমান পরীক্ষার মার্কশিট ও মূল সনদ প্রয়োজন হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ফি
- অনলাইনে আবেদন ফি – ১০০ টাকা
- কোর্স রেজিস্ট্রেশন ফি – ১৫০ টাকা
- প্রতিটি কোর্স ফি – ৫৮৮ টাকা করে
- মোট কোর্স ফি – ৩৫২৮ টাকা
- কোর্স রেজিস্ট্রেশন ফি – ১৫০ টাকা
- একাডেমিক ক্যালেন্ডার – ৫০ টাকা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক ফি – ১২৫ টাকা
- পরীক্ষা ফি প্রতি কোর্স – ৫০ টাকা
- পরীক্ষার ফি মোট – ৩০০ টাকা
- ডিজিটাল বা প্লাস্টিক আইডি – ২০০ টাকা
- প্রথম বর্ষ নম্বর পত্র ফি – ৭০ টাকা
- এছাড়াও ঐচ্ছিক বিষয়ের
- অতিরিক্ত কোর্স ফি:- ৬৩৮ টাকা
- পরীক্ষার ফি:- ১২৫ টাকা
- ব্যবহারিক কোর্স এর জন্যঅতিরিক্ত ফি:- ১২৫ টাকা
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য, কোর্স ফি তে বিশেষ ছাড় রয়েছে।শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ।অর্থাৎ ১০০ টাকায় ৬০ টাকা আপনি ছাড় পাবেন
গুরুত্বপূর্ণ বিষয়:- ভর্তি ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষার সনদ অনুযায়ী আবেদনকারীর নাম এবং পিতা-মাতার নাম ও জন্মতারিখ ঠিক থাকতে হবে।যদি ঠিক না থাকে পরবর্তীতে ঝামেলায় পড়বেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া এইচএসসি | Open university degree Admission 2025
১ম ধাপ:- General Information পূরণ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য আপনার ফোনের যে কোন ব্রাউজার যেমন ক্রোমের address bar এ গিয়ে https://osapsnew.bou.ac.bd লিংকটি পেস্ট করুন।লিংক এ ক্লিক করলেও হবে।
এই পেজে admission tab নামে অপশনটি দেখতে পাবেন। admission tab এর অধীনে open school ক্লিক করে View circular বাটনে ক্লিক করুন। সার্কুলার টি ভালোভাবে পড়ে Apply Now বাটনে ক্লিক করুন।
এ পর্যায়ে আপনার General information জানতে চাইবে।সঠিকভাবে ইনফরমেশন ফিলাপ করে নেক্সট button এ ক্লিক করুন।
২য় ধাপ – Personal Information পূরণ
এই পেজে personal information এর জন্য আপনার ছবি এবং স্বাক্ষর এর ছবি আপলোড করতে হবে।
- ছবির সাইজ – 300*300 format
- স্ক্যান করা স্বাক্ষরের সাইজ – 300*300 format
ছবি ও স্বাক্ষর আপলোড করার পর Next বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ – academic information পূরণ
এই ধাপে academic information হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতা(SSC,HSC) সকল তথ্য দিতে হবে।অবশ্যই সকল তথ্য ভালোভাবে চেক করে Finish বাটনে ক্লিক করুন। এরপর আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেটি পূরণ করে next বাটনে ক্লিক করুন
চতুর্থ ধাপ – temporary user ID & password সংরক্ষণ
একাডেমিক ইনফরমেশন দেওয়ার পর, যে নাম্বার দিয়ে আবেদন করেছেন সেখানে একটা SMS পাঠানো হবে।সেই সাথে আপনার ইমেইল একটি temporary user ID ও password পাঠানো হবে।
পঞ্চম ধাপ – আবেদন ফি প্রদান
এ পর্যায়ে Proceed to payment ক্লিক করার পর online payment gateway system থেকে যেকোনো একটি মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।সফলভাবে আবেদন ফি জমা দেওয়ার পর আপনার এসএমএসে payment has been completed এই বার্তাটি পাঠানো হবে।এসএমএসে সাথে সাথে ইমেইলেও payment has been completed এটি জানানো হবে।
ষষ্ঠ ধাপ – আবেদন কপি প্রিন্ট আউট করা
অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করার পর password ও ID ব্যবহার করে আবেদনকারীকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট – OSAPS এ login করতে হবে।আবেদনের কপিটি payment history থেকে action এ গিয়ে print অপশন এ ক্লিক করে print করে নিতে হবে।প্রিন্ট করা কপিটি ভর্তি হওয়ার সময় দরকার হবে, সবশেষে প্রিন্ট করা payment slip,সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বা অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি,এসএসসি বা SSC – সমমান পরীক্ষার মার্কশিট ও মূল সনদ নিয়ে দশ কার্যদিবসের মধ্যেই স্টাডি সেন্টারে গিয়ে জমা দিতে হবে।
সকল তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করার পর বাউবির ভর্তি কর্মকর্তারা শিক্ষার্থীর আইডি জেনারেট করবেন এবং সিলেক্টেড হলে SMS বা ইমেইলের মাধ্যমে শিক্ষার্থী থেকে অবহিত করবে।
আরোও পড়ুন:-
অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা | অনার্স ১ম বর্ষের বইসমূহ ২০২৫
প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | IHT & MATS Admission Circular 2025
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সাবজেক্ট
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC ১ম বর্ষের বিষয়সমূহ
- বাংলা প্রথম পত্র – কোর্স কোড ‑ ১৮৫১
- ইংরেজি – কোর্স কোড ‑ ১৮৫২
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – কোর্স কোড ‑ ১৮৫৩
- ইতিহাস প্রথম পত্র – কোর্স কোড ‑ ১৮৫৫
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ‑ ১৮৫৬
- পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ‑ ১৮৫৭
- অর্থনীতি প্রথম পত্র ‑ ১৮৫৮
- সমাজবিজ্ঞান প্রথম পত্র ‑ ১৮৫৯
- যুক্তিবিদ্যা প্রথম পত্র ‑ ১৮৬০
- ইসলাম শিক্ষা প্রথম পত্র ‑ ১৮৬১
- সমাজকর্ম প্রথম পত্র ‑ ১৮৬২
- পদার্থবিজ্ঞান প্রথম পত্র ‑ ১৮৭১
- রসায়ন প্রথম পত্র ‑ ১৮৭২
- জীববিজ্ঞান (উদ্ভিদবিজ্ঞান প্রথম পত্র) ‑ ১৮৭৩
- উচ্চতর গণিত প্রথম পত্র ‑ ১৮৭৪
- ভূগোল প্রথম পত্র ‑ ১৮৭৫
- গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র ‑ ১৮৭৭
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ‑ ১৮৮৫
- হিসাববিজ্ঞান প্রথম পত্র ‑ ১৮৮৬
- ফিন্যান্স, ব্যাংক ও বিমা প্রথম পত্র ‑ ১৮৮৭
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ‑ ১৮৮৮
- কৃষি শিক্ষা প্রথম পত্র ‑ ১৮৮৯
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি দ্বিতীয় বর্ষের বিষয় সমূহ
- বাংলা দ্বিতীয় পত্র ‑ ২৮৫১
- English ‑ ২৮৫২
- উচ্চতর বাংলা দ্বিতীয় পত্র (আসন্ন
- ইতিহাস দ্বিতীয় পত্র ‑ ২৮৫৫
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ‑ ২৮৫৬
- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ‑ ২৮৫৭
- অর্থনীতি দ্বিতীয় পত্র ‑ ২৮৫৮
- সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ‑ ২৮৫৯
- যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ‑ ২৮৬০
- ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র ‑ ২৮৬১
- সমাজকর্ম দ্বিতীয় পত্র ‑ ২৮৬২
- পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ‑ ২৮৭১
- রসায়ন দ্বিতীয় পত্র ‑ ২৮৭২
- জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান দ্বিতীয় পত্র ‑ ২৮৭৩
- উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ‑ ২৮৭৪
- ভূগোল দ্বিতীয় পত্র ‑ ২৮৭৫
- গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র ‑ ২৮৭৭
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ‑ ২৮৮৫
- হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ‑ ২৮৮৬
- ফিন্যান্স, ব্যাংক ও বিমা দ্বিতীয় পত্র ‑ ২৮৮৭
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র ‑ ২৮৮৮
- কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র ‑ ২৮৮৯
FAQ’s
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে কত বছর লাগে?
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করতে মোট চার বছর সময় লাগে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি শেষ তারিখ
১৫ জুন ২০২৫
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কী কী লাগবে?
- পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বা অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি
- SSC পরীক্ষার মার্কশিট ও মূল সনদ
উন্মুক্ত এইচএসসি ভর্তি ফি কত?
আবেদন ফি – ১০০ টাকা
Open university admission 2025 last date
25 june 2025
Open university admission website
osapsnew.bou.ac.bd admission
Open University student login
bangladesh open university helpline number
Student Support Service:-
- 01540-770957
- 02996691175
ইতিকথা
আজকের আর্টকেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য ২০২৫ – ২০২৬ নিয়ে পূর্নাঙ্গ আলোচনা করেছি।ভর্তি আবেদনে যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন,তাহলে কমেন্টে জানাবেন।সলিউশন দেওয়ার চেস্টা করব ইনশাআল্লাহ