Eduitbd

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্প্রতি প্রকাশিত হয়েছে।নটরডেম কলেজের অফিসিয়াল ওয়েবসাইট https://ndc.edu.bd/ তে রিসেন্টলি একাদশ – দ্বাদশ শ্রেণির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ দিয়েছে।আজকের ব্লগে নটরডেম কলেজের ভর্তি আবেদন ফি, যোগ্যতা প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব।

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

Notre Dame College admission 2025

বাংলাদেশের স্বনামধন্য কলেজ গুলোর মধ্যে নটরডেম কলেজ অন্যতম এবং সেরা কলেজগুলোর মধ্যে একটি।তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে নটরডেম কলেজে ভর্তি হওয়ার, কিন্তু সঠিকভাবে ভর্তি আবেদনের গাইড লাইন পাচ্ছ না।তাই আজকের ব্লগে নটরডেম কলেজে আবেদন পদ্ধতি, আবেদন যোগ্যতা, আবেদনের তারিখ,আবেদনের পদ্ধতি  নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব।

এক নজরে নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় সমূহ

  • আবেদন পদ্ধতি:- অনলাইন
  • নটরডেম কলেজের ওয়েবসাইট:- https://ndc.edu.bd/
  • আবেদনের সময় :- এখনো প্রকাশিত হয়নি
  • অনলাইন আবেদন তারিখ শুরু :-
  • সিলেকশন টেস্টের আসন ব্যবস্থার তারিখ প্রকাশ:-
  • ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট :-
  • মানবিক বিভাগের সিলেকশন টেস্ট :-
  • বিজ্ঞান বিভাগের সিলেকশন টেস্ট :-
  • চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ:-
  • চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির তারিখ :-

নটরডেম কলেজ ভর্তি আবেদন ফি

নটরডেম কলেজের ভর্তির আবেদন ফি ৪০০ টাকা। এটি অফেরত যোগ্য এবং অনলাইন আবেদন করার সময় বিকাশে দিয়ে দিতে হবে।

নটরডেম কলেজে ভর্তি যোগ্যতা ২০২৫

নটরডেম কলেজে প্রতিটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে।

Notre Dame College admission requirements

ব্যবসায়ী শিক্ষা বিভাগ 

ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় GPA – ৪.০০ থাকতে হবে।

বিজ্ঞান বিভাগ 

বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি(SSC/ এই সমমান) পরীক্ষায় GPA – ৫.০০ থাকতে হবে। এছাড়াও এসএসসি তে Higher Math & Biology থাকতেই হবে৷ অর্থাৎ তুমি যদি কৃষি শিক্ষা কিংবা গার্হস্থ্য অর্থনীতি ৪র্থ সাব্জেক্ট নিয়ে থাক, তাহলে  ভর্তি আবেদনের জন্য বিবেচিত হবা না। 

বিজ্ঞান বিভাগ (ইংরেজি ভারসন)

জিপিএ:- ৫.০০ লাগবে 

মানবিক বিভাগ 

মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় ন্যূনতম  GPA – ৩.০০ থেকে GPA – ৫.০০ থাকতে হবে।

ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য আবেদন যোগ্যতা 

যদি কোন শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চায় অর্থাৎ বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অন্য বিভাগে যেতে চায়,তবে সে ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে রিকোয়ারমেন্ট রয়েছে। 

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ:- বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ হতে GPA – ৩.৫০ বা এর উপরে GPA – পেয়েছে এমন শিক্ষার্থীরাই মানবিক বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

বিজ্ঞান বিভাগ:- বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী যদি ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে চায় তবে GPA – ৪.৫০ বা এর উপরে জিভে প্রাপ্ত হতে হবে। 

Notre Dame college dhaka admission 2025

বিশেষ দ্রষ্টব্য:- এসএসসি পরীক্ষায় বাংলা মিডিয়ামে ছিল এমন কোন শিক্ষার্থী, ইংরেজি মিডিয়ামে ভোটের জন্য আবেদন করতে পারবে না। 

নটরডেম কলেজে আসন সংখ্যা ২০২৫

বিজ্ঞান বিভাগ 

  • বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা 1780 টি
  • বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে মোট আসন সংখ্যা 300 টি

মানবিক বিভাগ 

  • মানবিক বিভাগের মোট আসন সংখ্যা 400 টি

ব্যবসায় শিক্ষা

  • ব্যবসায় শিক্ষা বিভাগের মোট আসন সংখ্যা 750 টি

মোট আসন রয়েছে 3230 টি

নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন

নটরডেম কলেজে এসএসসি বা ক্লাস ৯-১০ এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়।তবে যারা বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসার শিক্ষার বিভাগে বা মানবিক বিভাগে আবেদন করতে চাচ্ছ, তাদের জন্য কিছুটা ভিন্নতা রয়েছে।

নটরডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার সিলেবাস

এসএসসি পরীক্ষা ২০২৫ এর সিলেবাস অনুযায়ী এ বছর নটরডেম কলেজের সিলেকশন টেস্ট / ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর উপর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ব্যবসায়িক শিক্ষা বিভাগ:- ইংরেজি,বাংলা, সাধারণ গণিত,ব্যবসায় উদ্যোগ,ফিন্যান্স ও ব্যাংকিং, হিসাব বিজ্ঞান এই বিষয়গুলোর উপর ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

বিজ্ঞান বিভাগ:- বাংলা,উচ্চতর গণিত,ইংরেজি,রসায়ন পদার্থবিজ্ঞান,জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপর ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

মানবিক বিভাগ:- সাধারণ গণিত, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি,ইংরেজি,বাংলা, ইতিহাস ও সাধারণ জ্ঞানের উপর ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৬ | Notre Dame College Admission 2025

নটরডেম কলেজে একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা শাখায় যে বিভাগে ভর্তি হতে চাও, সেই বিভাগ নিয়ে বিস্তারিত আবেদন ফরমটি ভালোভাবে দেখে নিবে। 

তোমরা অনেকেই রয়েছে যারা নটরডেম কলেজের ভর্তিখরচ নিয়ে ভালোভাবে ধারণা রাখো না। তাই আজকের ব্লগের এই পর্যায়ে নটরডেম কলেজের যেকোন বিভাগে ভর্তি হতে গেলে কত খরচ হতে পারে,তা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব।

নটরডেম কলেজে পড়ার খরচ

নটরডেম কলেজে এইচএসসি বা একাদশ শ্রেণির ভর্তি ফি আনুমানিক ৯০০০ টাকা থেকে ১৫০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও সেশন ফি প্রায় ১৪,০০০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।তবে প্রতিবছর এটি কম বেশি হয়ে থাকে।

হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

নটরডেম কলেজের ভর্তি ফি ও অন্যান্য খরচের তালিকা

বাংলা মাধ্যম 

  • ভর্তি ফি – বাংলা মাধ্যমের জন্য ৭৫০০ টাকা 
  • অনলাইন চার্জ – ২০০ টাকা
  • টিউশন ফি – ৭ মাসের জন্য ৯১০০ টাকা। প্রতিমাসে ১৩০০ টাকা করে। 
  • মোট ১৮৮০০ টাকা। 

নটরডেম স্কুল এন্ড কলেজে ভর্তির নিয়ম

নটরডেম স্কুল এন্ড কলেজে ভর্তির জন্য আপনাকে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেটি এমসিকিউ অনুষ্ঠিত হয়ে থাকে। ।তবে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার আগে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরমটি পূরণ করে আবেদন ফি বিকাশে বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট করতে হবে।ওই আবেদন ফরম ও permit slip ডাউনলোড করে প্রিন্ট কপি নির্বাচন টেস্টের দিন কলেজে সাথে করে নিয়ে যেতে হবে। 

এছাড়াও সিলেকশন টেস্ট এর দিন আরো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যাওয়ার প্রয়োজন হবে।ডকুমেন্টসগুলো হলো:-

  • আবেদন ফরমের ফটোকপি 
  • ফর্মের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নিতে হবে
  • SSC পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 
  • অনলাইন ট্রান্সক্রিপ ফটোকপি  
  • পারমিট স্লিপ এর ফটোকপি
  • এসবগুলো কপি একসাথে স্ট্রাপ্লার করার পর ফরমের এক পাশে application Id no লিখে জমা দেওয়া লাগবে।
  • একটি ফাইলের মধ্যে পেন্সিল,রাবার, কলম,স্কেল নিয়ে আসতে হবে। 

নটর ডেম কলেজ হেল্প লাইন নম্বর

নটরডেম কলেজ হেল্পলাইন নম্বর গুলো দেওয়া হল।কেউ যদি আবেদন করতে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন, তাহলে এই হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করবেন।বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে। 

  • ০১৯৩৩৩২২৫৩০
  • ০১৮৪৭৬০১৬০০ 
  • ০১৯৩৩৩২২৫৩২
  • ০১৯৬৭৬০৯৭৭৭
  • ০১৯৩৩৩২২৫৩১

FAQ

নটরডেম কলেজে কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়? 

ক্লাস ৯-১০ বা এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তুমি যে বিভাগের হও, সেই বিভাগের সাবজেক্ট গুলোতে পরীক্ষা দিতে হবে।

যেমন,তুমি যদি বিজ্ঞান বিভাগের হও, তবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান,উচ্চতর  গণিত ইংরেজি ও বাংলা বিষয়ে পরীক্ষা দিতে হবে

নটরডেম কলেজে সিট কয়টি?

প্রতিটি বিভাগের জন্য নটরডেম কলেজের একাদশ শ্রেণীতে আলাদা আসন বরাদ্দ রয়েছে।যেমন,

  • বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা:- ১৮১০+৩১০ টি
  • মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা:- ৪১০ টি
  •  ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা:- ৭৬০ টি

নটরডেম কলেজে ভর্তির ন্যূনতম GPA – কত?

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নটরডেম কলেজে ভর্তি হতে গেলে GPA – ৫.০০ থাকতে হবে। 

নটরডেম কলেজ কি ছেলেদের কলেজ?

হ্যাঁ। নটরডেম কলেজ মূলত ছেলেদের কলেজ এবং এটি ঢাকার আরামবাগে ও শাপলা চত্বরের কাছেই অবস্থিত।  

নটরডেম কলেজ কি সরকারি? 

না। নটরডেম কলেজ সরকারি কলেজ নয়।নটরডেম কলেজে পড়তে গেলে বাহিরে যেকোনো হোস্টেলে থাকতে হবে। 

নটরডেম কলেজ ক্যাম্পাস কোথায় অবস্থিত? 

ঢাকার আরামবাগে নটরডেম কলেজের ক্যাম্পাস অবস্থিত। 

নটরডেম কলেজের মাসিক বেতন কত? 

কলেজের মাসিক বেতন প্রায় ১৬০০ টাকার মতো। কিন্তু ভর্তি ও অন্যান্য খরচ মিলিয়ে 20 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে।হোস্টেল খরচও এই খরচের সাথেই যোগ হবে।

Notre Dame college monthly fees in bangladesh

approximately 18,800 Tk – tuition fees(6-7 month)

শেষকথা

আজকের আর্টিকেলে নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫  নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।আশা করি আজকের ব্লগ থেকে আপনারা নটরডেম কলেজে ভর্তির পূর্ণাঙ্গ ধারণা,ভর্তির রিকোয়ারমেন্ট জানতে পেয়েছেন।যদি নটরডেম কলেজে ভর্তি হতে কোন ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।আমরা যথাসাধ্য আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index
Scroll to Top