সম্প্রতি হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে।হলিক্রস কলেজের অফিসিয়াল ওয়েবসাইট www.hcc.edu.bd তে,একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে পূর্ণাঙ্গ নোটিশ দিয়েছে।এ বছর হলি ক্রস কলেজের ভর্তি আবেদন ফি ৪০০ টাকা।
হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | holy cross college admission circular 2025
বাংলাদেশের স্বনামধন্য কলেজ গুলোর মধ্যে হলি ক্রস কলেজ অন্যতম।তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে হলি ক্রস কলেজে ভর্তি হওয়ার।কিন্তু সঠিকভাবে করতে আবেদনের গাইড লাইন পাচ্ছ না।তাই আজকের ব্লগে হলিক্রস কলেজে আবেদন পদ্ধতি, আবেদন যোগ্যতা, আবেদনের তারিখ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব।
এক নজরে হলি ক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি র সকল গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় সমূহ
- অনলাইন আবেদন তারিখ শুরু :-৩০ জুলাই ২০২৫ – ০৩ আগস্ট ২০২৫
- অনলাইন আবেদনের সময় :-রাত ১২ টার মধ্যে
- সিলেকশন টেস্টের আসন ব্যবস্থার তারিখ প্রকাশ:-৭ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৫ টার পর
- বিজ্ঞান বিভাগের সিলেকশন টেস্ট :-৮ আগস্ট ২০২৫
- মানবিক বিভাগের সিলেকশন টেস্ট :-৯ আগস্ট ২০২৫
- ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট :-৯ আগস্ট ২০২৫
- চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ:-
- চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির তারিখ :-
- কলেজ ভর্তির নীতিমালা ২০২৫:- একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ২০২৫
হলিক্রস কলেজে একাদশ শ্রেণী ভর্তির আবেদন যোগ্যতা
বিজ্ঞান বিভাগ
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি(SSC/ এই সমমান) পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। এছাড়াও এসএসসি তে Higher Math & Biology থাকতেই হবে৷ অর্থাৎ তুমি যদি কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য অর্থনীতি নিয়ে থাক, তাহলে ভর্তি আবেদনের জন্য বিবেচিত বলে গণ্য হবেন না।
মানবিক বিভাগ
মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ থেকে জিপিএ ৫.০০ থাকতে হবে।
ব্যবসায়ী শিক্ষা বিভাগ
ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ থেকে জিপিএ ৫.০০ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য আবেদন যোগ্যতা
কোন শিক্ষার্থী যদি বিভাগ পরিবর্তন করতে চায়, তবে সে ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে রিকোয়ারমেন্ট রয়েছে।
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ:- বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ হতে জিপিএ ৪.০০ বা এর উপরে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগ:- বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে চাইলে,জিপিএ ৪.২৫ বা এর উপরে জিভে প্রাপ্ত হতে হবে।
holy cross college dhaka admission 2025
হলিক্রস কলেজের একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার সিলেবাস
এসএসসি পরীক্ষা ২০২৫ এর সিলেবাস অনুযায়ী এ বছর হলি ক্রস কলেজের সিলেকশন টেস্ট / ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর উপর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ব্যবসায়িক শিক্ষা বিভাগ:- ইংরেজি,বাংলা, সাধারণ গণিত, ফিন্যান্স ও ব্যাংকিং, হিসাব বিজ্ঞান,ব্যবসায় উদ্যোগ এই বিষয়গুলোর উপর ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞান বিভাগ:- বাংলা,ইংরেজি,রসায়ন পদার্থবিজ্ঞান,উচ্চতর গণিত,জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপর ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
মানবিক বিভাগ:- ইংরেজি,বাংলা, সাধারণ গণিত, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞানের উপর ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৬ (Holy Cross College Admission 2025)
হলি ক্রস কলেজে একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা শাখায় যে বিভাগে ভর্তি হতে চাও, সেই বিভাগ নিয়ে বিস্তারিত আবেদন ফরমটি ভালোভাবে দেখে নিবে।
তোমরা অনেকেই রয়েছে যারা হলি ক্রস কলেজের ভর্তিখরচ নিয়ে ভালোভাবে ধারণা রাখো না। তাই আজকের ব্লগের এই পর্যায়ে হলি ক্রস কলেজের যেকোন বিভাগে ভর্তি হতে গেলে কত খরচ হতে পারে,তানিয়া বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব।
হলিক্রস কলেজে পড়ার খরচ
হলিক্রস কলেজে এইচএসসি বা একাদশ শ্রেণির ভর্তি ফি আনুমানিক ১৩৬০০ টাকা থেকে ১৫০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও সেশন ফি প্রায় ১৪,০০০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।তবে প্রতিবছর এটি কম বেশি হয়ে থাকে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৫-২০২৬
উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
হলিক্রস স্কুল এন্ড কলেজে ভর্তির নিয়ম
হলি ক্রস স্কুল এন্ড কলেজে ভর্তির জন্য আপনাকে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।তবে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার আগে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরমটি পূরণ করে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে।ওই আবেদন ফরম ও permit slip ডাউনলোড করে প্রিন্ট কপি নির্বাচন টেস্টের দিন নিয়ে যেতে হবে।
এছাড়াও সিলেকশন টেস্ট এর দিন আরো কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার প্রয়োজন হবে।ডকুমেন্টসগুলো হলো:-
- আবেদন ফরমের ফটোকপি
- ফর্মের সাথে শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
- পারমিট স্লিপ এর ফটোকপি
- SSC পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি
- অনলাইন ট্রান্সক্রিপ ফটোকপি
এসবগুলো কপি একসাথে স্ট্রাপ্লার করার পর ফরমের এক পাশে application Id no লিখে জমা দেওয়া লাগবে।সেই সাথে একটি পাইলের মধ্যে পেন্সিল,রাবার, কলম,স্কেল নিয়ে আসতে হবে।
হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
FAQ
হলিক্রস কলেজে সিট কয়টি?
প্রতিটি বিভাগের জন্য হলি ক্রস কলেজের একাদশ শ্রেণীতে আলাদা আসন বরাদ্দ রয়েছে।যেমন,
- বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা:- ৭৮০ টি
- মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা:- ২৬০ টি
- ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা:- ২৭০ টি
হলি ক্রস কলেজে ভর্তির ন্যূনতম জিপিএ কত?
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য হলি ক্রস কলেজে ভর্তি হতে গেলে জিপিএ ৫.০০ থাকতে হবে।
হলি ক্রস কলেজ কি মেয়েদের কলেজ?
হ্যাঁ। হলি ক্রস কলেজ মূলত মেয়েদের কলেজ এবং এটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত।
হলিক্রস কলেজ কি সরকারি?
না। হলিক্রস কলেজ সরকারি কলেজ নয়।হলিক্রস কলেজে পড়তে গেলে বাহিরে যেকোনো হোস্টেলে থাকতে হবে।
হলিক্রস কলেজ ক্যাম্পাস কোথায় অবস্থিত?
ঢাকার তেজগাঁওয়ে হলিক্রস কলেজের ক্যাম্পাস অবস্থিত।
holy cross college monthly fees in bangladesh
approximately 2000 Tk – monthly fees
শেষকথা
আজকে আর্টিকেলে হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।আশা করি আজকের ব্লগ থেকে আপনারা হলি ক্রস কলেজে ভর্তির পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন।কোন ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।আমরা যথাসাধ্য আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।