Eduitbd

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।আজকের আর্টিকেলে ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তির আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | dental admission circular 2025

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

Table of Contents

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি www.dghs.gov.bd এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।২০২৪-২৫ শিক্ষাবর্ষ অনুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।এ বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ আবেদন তারিখ

  • এক নজরে ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তির সকল প্রয়োজনীয় তারিখ ও সময়সূচি দেওয়া হলো:-
  • আবেদনের মাধ্যম – অনলাইন  
  • আবেদন শুরুর তারিখ – 
  • আবেদনে শেষ তারিখ – 
  • ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ –
  • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ – 
  • ভর্তি পরীক্ষার তারিখ:- 
  • ভর্তি পরীক্ষার সময়:- 
  • ভর্তি পরীক্ষার আবেদনের ওয়েবসাইট – https:/dgme.teletalk.com.bd
  • অফিসিয়াল ওয়েবসাইট:- www.dghs.gov.bd

ডেন্টাল ভর্তি যোগ্যতা 

  • বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং এইচএসসি বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  • SSC & HSC দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 9.00 হতে হবে।
  • প্রজাতি এবং পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে, SSC ও HSC দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 8.00 হতে হবে।
  • SSC এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে GPA – 4.00 থাকতে হবে। 
  • এসএসসি এবং এইচএসসি বা এই সমমান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ – 4.00 থাকতে হবে।

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি যোগ্যতা

  • এসএসসি বা এই সমমান পরীক্ষায় ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 4.00 থাকতে হবে। 
  •  এসএসসি বা এই সমমান পরীক্ষায় ও এইচএসসি পরীক্ষায় একত্রে জিপিএ 9.00 থাকতে হবে। 
  • এছাড়াও বায়োলজিতে আলাদাভাবে জিতিয়ে 4.00 থাকতে হবে।

ডেন্টাল ভর্তি পরীক্ষার মানবন্টন 

ডেন্টাল ভর্তি পরীক্ষা টোটাল 300 নাম্বারে অনুষ্ঠিত হয়।এই ৩০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর থাকে এসএসসি এবং এইচএসসির ফলাফলের উপর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এমসিকিউ পদ্ধতিতে।

ডেন্টাল ভর্তি পরীক্ষার মানবন্টন – বিষয়ভিত্তিক

  • রসায়ন – ২৫ নম্বর
  • পদার্থবিজ্ঞান – ২০ নম্বর
  • জীববিজ্ঞান – ৩০ নম্বর 
  • ইংরেজি – ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান – বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ – ১০ নম্বর
  • মোট নম্বর ১০০

ডেন্টাল ভর্তি পরীক্ষার মেধা তালিকা

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার করে কাটা যাবে। অর্থাৎ ০৪ টি MCQ ভুল গেলে ০১ নম্বর কাটা যাবে।

  • লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃত কার্যাবলী গণনা হবে।অর্থাৎ পাশ নম্বর ৪০। 
  • এসএসসি বা এই সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিকে ১৫ দিয়ে গুণ করা হবে। 
  • এইচএসসি বা এই সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিকে ২৫ দিয়ে গুণ করা হবে।
  • SSC GPA × 15 = 75 marks
  • HSC GPA × 25 = 125 marks
  • ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ছাড়া এর আগের শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে, এসএসসি পরীক্ষা ১৫ দিয়ে গুন + এসএসসি পরীক্ষায় ২৫ দিয়ে গুন করে যে মাছ আসবে তার থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। 
  • এছাড়াও যারা সেকেন্ড টাইমে রয়েছে তাদের জন্য,৩০০ নম্বরের মধ্যে প্রাপ্ত মোট নম্বর হতে ৭.৫ নম্বর কেটে নেওয়া হবে। 
  • লিখিত ভর্তি পরীক্ষার নম্বর ও জিপিএর ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বরের যোগফলের ভিত্তিতে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করা হবে। 

ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা

ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন (BDS) – এই কোর্সের টোটাল আসন সংখ্যা রয়েছে ৫৪৫টি। এর মধ্যে ৫৩০ টি আসন মেধা করে উত্তীর্ণ হয় এবং ১৫ টি আসন বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত।

ডেন্টাল কোর্স এবং সময়কাল

ডেন্টাল ভর্তি পরীক্ষা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (BDS) এর জন্য হয়ে থাকে, যেটি ০৪ বছর মেয়াদী কোর্স।চার বছর পর ০১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ এর মাধ্যমে কোর্স সম্পন্ন হয়ে থাকে।

ডেন্টাল আবেদন ফি জমাদানের পদ্ধতি

আবেদন ফি জমাদানার পরেই অনলাইনে আবেদন চূড়ান্ত বলে বিবেচিত হবে।তাই ধাপে ধাপে কি জমা দেওয়া সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হলো

  • টেলিটকের প্রিপেড মোবাইল ফোনের মেসেজ অপশনে যান। 
  • মেসেজ অপশনে  BDS লিখে স্পেস দিয়ে 
  • User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে দিন। 
  • এক্সামপল :- BDSYBXZCU লিখে 16222 নম্বরে সেন্ড করুন। 
  • ফিরতি এসএমএস-এ আপনাকে পিন, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১০০০ টাকা কেটে রাখার জন্য সম্মতি চেয়ে একটি মেসেজ পাঠাবে।
  • ফি জমা দেওয়ার জন্য SMS টি নিমক্তভাবে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে। 
  • প্রথমে মেসেজ অপশনে গিয়ে BDS লিখে space দিয়ে YES লিখে space দিয়ে পিন লিখে space দিয়ে পছন্দের সর্বোচ্চ চারটি সেন্টার কোড ক্রমান্বয়ে কমা দিয়ে বসিয়ে ১৬২২২ নম্বরে এস এম এস টি পাঠাতে হবে।
  • এক্সাম্পল:- BDSYES 451397 82,71,72,80 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন। 
  • পিন নম্বরটি সঠিকভাবে লিখার পর তিলটাকে পিপেট মোবাইল নম্বর থেকে পরীক্ষার ১ হাজার টাকা কেটে নিবে।  
  • সেই সাথে একটু ফিরতে এসএমএস এর পরীক্ষার কেন্দ্রের নাম এবং ইউজার পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে। 
  • ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড 

এসএমএসে দেওয়া User ID এবং Password ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করুন।

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল

  • ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল দেখার জন্য https:/dgme.teletalk.com.bd ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার পাসওয়ার্ড এবং পিন নম্বর দিয়ে লগ ইন করুন। 
  • সিলেক্টেড হলে এখানেই দেখতে পাবেন। 
  • অথবা www.dghs.gov.bd ওয়েবসাইটের নোটিশদের পিডিএফ আকারে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে৷ 
  • আপনার রোল সার্চ দিলেই সিলেক্ট করে দেখতে পাবেন।

ডেন্টাল ভর্তির ডকুমেন্টস সমূহ 

  • স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি হতে হবে। 
  • ছবির সাইজ ৩০০*৩০০ পিক্সেল
  • ছবির সাইজ কোনভাবেই ১০০ KB এর বেশি হতে পারবে না  
  • একটি সাদা কাগজে স্বাক্ষর করে সেটি স্ক্যান করে দিতে হবে। 
  • স্বাক্ষরের সাইজ – ৩০০*৮০ পিক্সেল
  • স্বাক্ষরকৃত সাইজ ৬০ KB বেশি হতে পারবে না। 
  • প্রার্থীর ঠিকানা :- প্রার্থী জেলা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ইংরেজিতে লিখতে হবে। 
  • ঠিকানার মধ্যে জেলা,থানা, উপজেলা পোস্ট কোড উল্লেখ করতে হবে।
  • কলেজ পছন্দের তালিকা – যে কলেজে ভর্তি হতে চান, সেগুলোকে নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে দিতে হবে।
  • কলেজে পছন্দের ক্রম সাবধানে দিতে হবে কেননা একবার চয়েজ দিয়ে দিলে ওই চয়েস দিস্ট টা চেঞ্জ করা যাবে না।

ডেন্টাল কলেজের আসন সংখ্যা

কলেজ কোড – নাম – আসন সংখ্যা

  • ৭১ – চট্টগ্রাম মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ১১০
  • ৭৯ – রংপুর মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ৫২
  • ৮০ – শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ৫৬
  • ৭২ – ঢাকা ডেন্টাল কলেজ – ৬০
  • ৭৮ – রাজশাহী মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ৫৯
  • ৭৫ – এমএজি ওসমানী মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ৫২
  • ৮২ – স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ৫২
  • ৭৬ – ময়মনসিংহ মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ৫২
  • ৮১ – শের-ই-বাংলা মেডিকেল কলেজ – ডেন্টাল ইউনিট – ৫২

ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা

এ পর্যায়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে আলোচনা করব

  1. ৭১ – চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ১১০
  2. ৭৯ – রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ৫২
  3. ৭৫ – এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ৫২
  4. ৮০ – শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ৫৬
  5. ৭২ – ঢাকা ডেন্টাল কলেজ – ৬০
  6. ৭৮ – রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ৫৯
  7. ৭৬ – ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ৫২
  8. ৮২ – স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ৫২
  9. ৮১ – শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট – ৫২

বেসরকারি ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

সরকারি এবং বেসরকারি ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি একসাথে প্রকাশিত হয়।বেসরকারি ডেন্টাল ভর্তিও আজকের ভর্তি বিজ্ঞপ্তিটি অনুসারে হবে।

এক বছর মেয়াদী ডেন্টাল কোর্স

diploma in dental care (DDC) হলো এক বছর মেয়াদী ডেন্টাল কোর্স৷ এই কোর্সের জন্য এসএসসি বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

FAQ

বেসরকারি ডেন্টাল কলেজে পড়ার খরচ 

বাংলাদেশের বিভিন্ন বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার খরচ ১১ লাখ টাকা থেকে ২১ লাখ টাকার মতো হয়ে থাকে।

ডেন্টাল ভর্তি পরীক্ষা সর্বনিম্ন নম্বর

ডেন্টাল ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০।এর নিচে নম্বর পেলে অকৃতকার্য বলে গণ্য হবে। 

ডেন্টাল কোর্স কত বছর 

ডেন্টাল কোর্স চার বছর মেয়াদী এবং ইন্টার্ন এক বছর মেয়াদী। 

ডেন্টাল কোর্সের খরচ কত? 

  • সরকারি ডেন্টাল কলেজে টিউশন ফি ৫০ হাজার টাকা সর্বোচ্চ। 
  • বেসরকারি ডেন্টাল কলেজের টিউশন ফি ১১ লাখ হতে ২১ লাখ টাকা।

ডেন্টালের সিট সংখ্যা কত? 

২০২৪-২৫ শিক্ষাবর্ষ অনুযায়ী ডেন্টালের মোট আসন সংখ্যা ৫৪৫টি। 

বাংলাদেশে কয়টি সরকারি ডেন্টাল কলেজ রয়েছে? 

মোট আটটি সরকারি ডেন্টাল কলেজ রয়েছে। 

পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ হলো – ঢাকা ডেন্টাল কলেজ 

dental admission circular 2025 last date

প্রকাশিত হয়নি

শেষ কথা

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে সকল ধরনের তথ্য আলোচনা করার চেষ্টা করেছি।তারপরও আপনাদের যদি কোন প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করতে পারেন।সেই সাথে আর কোন কলেজের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে জানতে চান সেটি জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents

Index
Scroll to Top