Cadet college admission test 2026 এর বিজ্ঞপ্তি শীগ্রই প্রকাশ করা হয়েছে৷ আজকের এই পোস্টে সম্প্রতি ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2026 অনুযায়ী সকল ধরনের রিকুয়ারমেন্ট এবং ক্যাডেট কলেজ সংক্রান্ত সকল তথ্য সম্পর্কে জানব। ভর্তির সারাংশ ও শিরোনাম এবং আবেদনপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও তথ্যসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে এই পোস্টে।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2026

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অন্তর্ভুক্ত ক্যাডেট কলেজ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ ততত্ত্বাবধানে পরিচালিত হয়। পড়ালেখার পাশাপাশি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা-কার্যক্রম এর অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা চৌকুস ব্যাক্তিত্ব ও গুণাবলির অধিকারি হয়ে উঠে।
বর্তমানে বাংলাদেশে সর্বমোট কয়টি ক্যাডেট কলেজ রয়েছে?
বাংলাদেশে এপর্যন্ত ১২ টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যার মধ্যে ৯ টি কলেজ ছেলেদের জন্য এবং ৩ টি কলেজ মেয়েদের জন্য। ক্লাস সেভেন থেকে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে এবং ভর্তি কার্যক্রম যথাক্রমে লিখিত মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর সমূহ ২০২৬
- সর্বমোট নাম্বার:- ৩০০ মার্কস
- ইংরেজি:- ১০০ মার্কস
- বাংলা:- ৬০ মার্কস
- সাধারণ জ্ঞান:- ৪০ মার্কস
ক্যাডেট কলেজ এ আবেদন ও পরীক্ষার সময়সূচি
- ভর্তি পরীক্ষার তারিখ:- ৪ জানুয়ারি ২০২৫
আবেদনের সময়সীমা
- আবেদন শুরুর তারিখ:- ০৫ নভেম্বর ২০২৪
- আবেদনের শেষ তারিখ:- ১৫ ডিসেম্বর ২০২৪
ক্যাডেট কলেজে আবেদনের যোগ্যতা
Cadet College admission requirements
- শিক্ষাগত যোগ্যতা:- শিক্ষার্থীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- জাতীয়তা:- অবশেষে শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- বয়স:- সর্বোচ্চ 13 বছর ছয় মাস হতে হবে। (১-১-২০২৬ সালের মধ্যে)
শারীরিক যোগ্যতা
- উচ্চতা পরিমাপ:- উক্ত শিক্ষার্থীকে অবশ্যই সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে। এর কম হলে গ্রহণযোগ্য হবে না। (ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এই উচ্চতা প্রযোজ্য)
- সুস্থতা:- শিক্ষার্থীকে অবশ্যই মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে।
ক্যাডেট কলেজে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- পঞ্চম শ্রেণীর পরীক্ষার ফলাফলের সত্যায়িত সনদ (ইংরেজি ভার্সনের জন্য নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই)
- জন্ম সনদ অথবা জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি লাগবে।
- মাতা-পিতা অথবা অভিভাবকের মাসিক উপার্জনের প্রত্যয়ন পত্র।
- বর্তমানে অধ্যায়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। বাংলা এবং ইংরেজি ভার্সন অথবা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য একই কন্ডিশন প্রযোজ্য হবে।
- শিক্ষার্থীর পিতা এবং মাতা উভয়েরই জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে।
ক্যাডেট কলেজে আবেদন করার নিয়ম
প্রায় প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওয়েবসাইট থেকে আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের বিস্তারিত সকল তথ্য জানতে নিন্মের ওয়েবসাইট দেখলেই হবে cadetcollegeadmission.army.mil.bd
ক্যাডেট কলেজ ভর্তি সিলেবাস 2026
ক্যাডেট কলেজ ভর্তি সিলেবাস 2025 NCTV বা জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের অন্তর্ভুক্ত ষষ্ঠ শ্রেণির সিলেবাসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
বাংলা
ক – সাহিত্য অংশ:- গান,প্রবন্ধ,কবিতা,নাটক,গল্প, সাহিত্যের নানা রকম রূপ এবং বৈশিষ্ট্য নিন্মে দেওয়া হয়েছে।
খ – ব্যাকরণ অংশ:- বাংলা ভাষা, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, প্রমিত ভাষা, বানান ও উচ্চারণ।বচন।
- লিঙ্গ।
- ব্যাকরণিক শব্দশ্রেণী।
- প্রতি শব্দ, বিপরীত শব্দ ও এক কথায় প্রকাশ।
- যতিচিহ্ন।
- বাক্য প্রকরণ।
গ – নির্মিতি অংশ:- গল্প/অনুচ্ছেদ বা প্রবন্ধ /রোজনামচা(দিনলিপি) অথবা সংলাপ।
লিখন:- তথ্য মূলক লেখা,প্রায়োগিক লেখা, কল্পনা নির্ভর লেখা, বিবরণ মুলক লেখা এবং বিশ্লেষণমূলক লেখা।
- সারাংশ অথবা সারমর্ম।
- ভাব সম্প্রসারণ।
- দরখাস্ত অথবা পত্রলিখন।
English
Total marks:-100
Grammar part
- Synonyms and Antonyms
- Article
- Part of speech
- Formation of word
- Number
- Gender
- Right form of verb
- Tense
- Sentence
- Spelling
- Matching words with their meaning.
- Change of sentence
- Negative sentences
- Assertive sentences
- Interrogative sentences
- Imperative sentences
- Exclamatory sentences
- affirmative sentences and
- negative sentences
- Punctuation marks and Capital letters.
- Formal & Informal Expressions
- Verbs(Modal, Finite and Non-Finite)
- Rearrangement of Jumbled word
Guiding Writing
1.Dialogue and Paragraph Writing.
2.Picture description.
3.Application or letter writing.
4.Story writing from a given outline.
5.Unseen text or comprehension of seen.
6.Argumentative writing.
গণিত
টোটাল মার্কস:- ১০০ নম্বর।
১.দ্বিমাত্রিক বস্তু এবং সংখ্যাতত্ত্ব।
২.মৌলিক উৎপাদক এবং ভগ্নাংশের ব্যবহার।
৩.পূর্ণ সংখ্যার জগৎ।
৪.দৈর্ঘ্য নির্ণয় এবং ত্রিমাত্রিক বস্তু।
৫.তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ।
৬.সরল সমীকরণ।
৭.সূত্র খুঁজি, সূত্র বুঝি।
৮.ঐকিক নিয়ম ও শতকরা এবং অনুপাত।
৯. বুদ্ধিমত্তা বিষয়ক অংক।
বিজ্ঞান ও সমাজবিজ্ঞান, ইতিহাস, ডিজিটাল প্রযুক্তি ও সাধারণজ্ঞান এবং বুদ্ধিমত্তা
মোট নম্বর:-৪০ নম্বর।
১. ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান।
২. বিজ্ঞান।
৩. স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
৪. ডিজিটাল প্রযুক্তি।
৫. সশস্ত্র বাহিনী এবং ক্যাডেট কলেজ।
৬. বাংলাদেশ এবং বিশ্বের ভৌগোলিক বিষয়সমূহ।
৭. খেলাধুলা।
৮. বাংলাদেশ এবং বিশ্বের সাম্প্রতিক ঘটা ঘটনাসমূহ।
৯. বুদ্ধিমত্তা(আইকিউ)।
পোস্টের এই পযার্যে আমরা বাংলাদেশের ক্যাডেট কলেজ সমূহের অবস্থান সম্পর্কে জানবো।
বাংলাদেশের ক্যাডেট কলেজ লিস্ট ২০২৬
ক্যাডেট কলেজ সম্পর্কে যেই কমন প্রশ্নটি সবাই করে থাকে তা হলো- বাংলাদেশের ক্যাডেট কলেজের অবস্থান এবং ছেলে বা মেয়ে কাদের জন্য প্রযোজ্য অথবা ক্যাডেট কলেজ ভর্তির খরচ কেমন এ বিষয়ে যাবতীয় সকল প্রশ্নের উত্তর পোস্টের এই পর্যায়ে থাকছে।
বাংলাদেশের ক্যাডেট কলেজ কয়টি?
উত্তর:- ১২ টি।
বাংলাদেশের মহিলা ক্যাডেট কলেজ কয়টি?
উত্তর:- ৩ টি
কলেজসমূহ হলো:-
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।
- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।
বাংলাদেশের সর্বপ্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় ফৌজদারহাটে, যারা নাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ যা চট্টগ্রাম বিভাগে অবস্থিত।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
হলিক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশের ক্যাডেট কলেজ অবস্থান
- ঝিনাইদহ ক্যাডেট কলেজ:- এই কলেজ ঝিনাইদহে অবস্থিত এবং এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। যার আয়তন ১১০ একর।
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ:- এই কলেজটি চট্টগ্রাম বিভাগের ফৌজদারহাট জেলায় অবস্থিত। ১৯৫৮ সালে উক্ত ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন ১৮৫ একর।
- বরিশাল ক্যাডেট কলেজ:- এই কলেজটি বরিশালের অবস্থিত। ১৯৮১ সালে বরিশাল ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন ৫০.৩৪ একর।
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ:- এই কলেজটি জয়পুরহাট জেলার অবস্থিত। ২০০৪ সালে জয়পুরহাট ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন ৫৭ একর।
- রাজশাহী ক্যাডেট কলেজ:- এই কলেজটি রাজশাহী বিভাগের অবস্থিত। ১৯৬৬ সালে রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন ১১০ একর
- সিলেট ক্যাডেট কলেজ:- সিলেট ক্যাডেট কলেজ বর্তমানে সিলেট বিভাগে অবস্থিত যার আয়তন ৫২.৩৭ একর। ১৯৭৮ সালে সিলেট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়।
- রংপুর ক্যাডেট কলেজ:- এই কলেজটি রংপুর বিভাগের অবস্থিত। ১৯৭৯ সালে রংপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন ৩৬.৭৫ একর
- মির্জাপুর ক্যাডেট কলেজ:- টাঙ্গাইলের বিখ্যাত একটি উপজেলা মির্জাপুরে কলেজটি অবস্থিত। ১৯৬৩ সালে এই ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত এই কলেজটির বর্তমান আয়তন ৯৫ একর।
- পাবনা ক্যাডেট কলেজ:- এই কলেজটি পাবনা জেলার অবস্থিত। ১৯৮১ সালে পাবনা ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন ৩৮.২৫৫ একর।
- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ:- এই কলেজটি ময়মনসিংহ বিভাগের অবস্থিত। ১৯৮২ সালে ময়মনসিংহ ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন হলো ২৭.৩৭ একর।
- কুমিল্লা ক্যাডেট কলেজ:- এই কলেজটি কুমিল্লা জেলার অবস্থিত। ১৯৮৩ সালে কুমিল্লা ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন হলো ৫২ একর।
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ:- এই কলেজটি ফেনী জেলার অবস্থিত।২০০৫ সালে ফেনী ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির আয়তন ৪৭.৫৯ একর।
ক্যাডেট কলেজে পড়ার খরচ কত?
- ক্যাডেট কলেজে পড়ার খরচ মূলত অভিভাবকের বার্ষিক আয়ের উৎসের উপর নির্ভর করে বরাদ্দ থাকে।অর্থাৎ একজন শিক্ষার্থীদের টিউশন ফি এবং কলেজের যাবতীয় থাকার ও খাওয়ার খরচ অভিভাবকের আয়ের উৎস বা বার্ষিক কত টাকা আয় করেন সেই অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে।
- ধরুন,কেউ সরকারি চাকরিগত রয়েছেন এমন অভিভাবকের সন্তানের খরচ ১৫০০ থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
- অন্যদিকে বেসরকারি চাকুরিরত রয়েছেন এমন অবিভাবকের সন্তানের খরচ সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে ২২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।এই খরচটি খরচ প্রত্যেক মাসের জন্যই প্রযোজ্য।
- এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, কোন শিক্ষার্থীর অভিভাবক যদি রিক্সাওয়ালা কিংবা দিনমজুর হয়ে থাকেন তাহলে সেই শিক্ষার্থী কলেজের মাসিক খরচ অনেক কম হবে।এক্ষেত্রে তার মাসিক খরচ সর্বোচ্চ ১৫০০ টাকা হতে পারে।
- এবং ধরি কোন শিক্ষার্থীর বাবা সচিবালয় কর্মরত বা সচিব,সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর প্রতিমাসে খরচ সর্বোচ্চ পর্যায়ে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার যদি কোন শিক্ষার্থীর বাবা শিল্পপতি বা বড় ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে তার বেতন সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে৷তবে উক্ত টাকার পরিমানের বেশি বেতন ২০২৫২৬ শিক্ষাবর্ষ অনুযায়ী নির্ধারিত হয় না।অতএব কেউ যদি নিম্নবিত্ত বা আর্থিকভাবে অস্বচ্চল পরিবারের সন্তানও হয়ে থাকেন তাহলেও ক্যাডেট কলেজে নিঃসন্দেহে ভর্তি হতে পারবে।
FAQ
ক্যাডেট কলেজে ভর্তির বয়স কত?
ক্যাডেট কলেজের নির্ধারিত পরীক্ষার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১১ থেকে ১৩ বছর ৬ মাসের মধ্যে হতে হবে।
বাংলাদেশে মেয়েদের জন্য কয়টি ক্যাডেট কলেজ আছে?
বাংলাদেশি মেয়েদের জন্য ৩ টি ক্যাডেট কলেজ রয়েছে
বাংলাদেশে ক্যাডেট কলেজের সংখ্যা কত?
বাংলাদেশের মোট ক্যাডেট কলেজের সংখ্যা ১২ টি।
০৯ টি কলেজ ছেলেদের জন্য ও ০৩ টি মেয়েদের জন্য
ক্যাডেট কলেজের মাসিক বেতন কত?
কলেজ ভেদে ক্যাডেট কলেজের মাসিক বেতন ২০০০ থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ক্যাডেট কলেজের ভর্তি ফি কত?
২০২৫ শিক্ষাবর্ষ অনুযায়ী ক্যাডেট কলেজে ভর্তি ফি ২৫০০ টাকা।
ক্যাডেট কলেজে কতটি আসন রয়েছে?
সাধারণত প্রতিটি ক্যাডেট কলেজে প্রায় ৬০০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।৬০০ ফিটের মধ্যে ৪৫০ টি ছেলেদের জন্য বরাদ্দ এবং ১৫০ টি মেয়েদের জন্য বরাদ্দ।
শেষকথা
আজকের আর্টিকেলে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ , ক্যাডেট কলেজে আবেদনের যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।আশা করি ক্যাডেট কলেজ ভর্তি নিয়ে আপনাদের আর কোন ধরনের কনফিউশন থাকবেনা৷ যদি কোনো ধরণের প্রশ্ন থাকে, আমাদের কমেন্টে জানাতে পারেন।
Pingback: অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা - Eduitbd
Pingback: নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ - Eduitbd