Eduitbd

অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫

সঠিকভাবে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন।ঘরে বসে অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন কিনা কিংবা অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগে এটি নিয়ে অনেকেই সমস্যায় পড়েন।যদি সঠিকভাবে অগ্রণী ব্যাংক একাউন্ট ঘরে বসে খুলতে চান তাহলে আজকের ব্লগটি আপনার জন্য।

অগ্রণী ব্যাংক হল বাংলাদেশের সর্বপ্রথম বাণিজ্যিক ব্যাংক।অগ্রণী ব্যাংক কিভাবে খুলবেন, অগ্রণী ব্যাংক খুলতে কি কি কাগজপত্রের দরকার হয়,অগ্রণী ব্যাংক একাউন্ট খুললে কি সুযোগ সুবিধা পাবেন আজকের আর্টিকেলে সবকিছু আপনাদের সুবিধার্থে বিস্তারিতভাবে আলোচনা করব।

অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫

অগ্রণী ব্যাংক | Agrani Bank Account

বাংলাদেশের সর্বপ্রথম এবং রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক হলে অগ্রণী ব্যাংক যেটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কৃষি,ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং গ্রামীণ উন্নয়নের জন্য অগ্রণী ব্যাংক বিশেষ ভূমিকা পালন করেছিল।

এছাড়াও ব্যক্তিগত ও কর্পোরেট গ্রাহকদের জন্য অগ্রণী ব্যাংক স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি ঋণসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে।অগ্রণী ব্যাংকের কৃষি এবং রপ্তানি খাতে ঋণ-প্রদানে বিশেষ খ্যাতি রয়েছে।এছাড়া মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে অনলাইন অ্যাপের মাধ্যমে আদান-প্রদান ইত্যাদি সুবিধা তো থাকছেই।

অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ | Agrani Bank Online account opening

অগ্রণী ব্যাংক একাউন্ট দুইভাবে খুলতে পারবেন।সরাসরি অগ্রণী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ এ গিয়ে প্রয়োজনে ডকুমেন্টস এর সাহায্যে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।Agrani Bank Online account opening এর জন্য আপনি চাইলে অগ্রণী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ Agrani eAccount ইন্সটল করেও অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।ব্যাংক একাউন্ট খোলার আগেই কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর প্রয়োজন হবে।আগে সেই ডকুমেন্টসগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে ভোটার আইডি কার্ড ছাড়াও আছে আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়ে। চলুন দেখে নেওয়া যাক অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে।

  • আবেদনকারীর ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট এর ফটোকপি।
  • আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • ইউটিলিটি বিলের কপি লাগবে।ইউটিলিটি বিল হলো পানি, বিদ্যুৎ বা গ্যাস বিল।মূলত এড্রেস ভেরিফিকেশন এর জন্য ইউটিলিটি বিলের দরকার পড়ে।
  • যিনি নমিনি হবেন তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।  
  • নমিনের সদ্য তোলা দুই কপি রঙিন ছবি। 
  • ব্যাংক একাউন্টে জমা দেওয়ার জন্য ব্লক মানি লাগবে।
  • TIN সার্টিফিকেট লাগতে পারে অনেকের ক্ষেত্রে। 
  • স্টুডেন্ট একাউন্ট করার জন্য স্টুডেন্ট আইডি কার্ড। 
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে
  • ভেরিফিকেশন এর জন্য মোবাইল নাম্বার

উক্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সরাসরি ব্রাঞ্চে গিয়ে অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।এছাড়াও আপনি চাইলে ঘরে বসেই Agrani eAccount এর মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। তবে যদি অনলাইনে একাউন্ট খুলেন তাহলে ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে KYC করে দিয়ে আসতে হবে।

অগ্রণী ব্যাংক একাউন্ট

অগ্রণী ব্যাংকের সাধারণত তিন ধরনের একাউন্ট খোলা যায়।এ তিন ধরনের অ্যাকাউন্ট হলো:-

  • Student Account 
  • Savings Account 
  • Current Account

স্টুডেন্টদের জন্য বিশেষভাবে স্টুডেন্ট একাউন্ট খোলার সুবিধা রয়েছে।একাউন্টে আপনি অনেক অল্প পরিমাণ টাকা দিয়ে ডিপোজিট করতে পারবেন।

অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে হলে অগ্রণী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ Agrani eAccount ইন্সটল করতে হবে।আপনার ফোনের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Agrani eAccount একটি ইন্সটল করে নিন।আপনি স্টুডেন্ট,সেভিংস কিংবা কারেন্ট একাউন্ট যেটাই খুলতে চান না কেন পরবর্তী ধাপগুলো ফলো করুন।

আরোও পড়ুন:-

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৫ (আপডেটেড তথ্য)

প্রথম ধাপ:- মোবাইল নাম্বার যাচাই করণ

Agrani eAccount একটি ইন্সটল করার পর ওপেন করলে আপনার কাছে একটি নাম্বার চাইবে।আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক একাউন্ট খুলতে চান সেই নাম্বারটি দিবেন।আপনার কাছে থাকবে অবশ্যই এমন একটা নাম্বার ব্যবহার করবেন।এ নাম্বারে মেসেজে OTP পাঠানো হবে। OTP লিখে ইন্টার বাটনে ক্লিক করুন। 

দ্বিতীয় ধাপ:- ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন 

আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করার পরে ভোটার আইডি কার্ডের ছবি  চাইবে।ছবি তোলার জন্য অ্যাপ থেকেই ক্যামেরার মাধ্যমে আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ছবি তুলতে হবে।ভোটার আইডি কার্ডের সামনের দিক এবং পিছনের দিকের ছবি তুলে এন্টার করুন।

তৃতীয় ধাপ:-ছবি আপলোড 

ভোটার আইডি কার্ডের উভয় দিকের ছবি সঠিকভাবে সাবমিট করার পর আবেদনকারীর ছবি চাইবে।এক্ষেত্রে পুনরায় ক্যামেরা ওপেন করে আবেদনকারীর ছবি তুলে আপলোড বাটনে ক্লিক করে ছবি আপলোড করুন।

ছবি আপলোড করার পর ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার সকল তথ্য দেখাবে।আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম,ভোটার আইডি কার্ড নাম্বার এগুলো সঠিক আছে কিনা তা যাচাই করে নিবেন।বানানে বা তথ্যে যদি কোন ভুল থাকে তাহলে সেটি অবশ্যই সঠিক করে দিবেন।এরপর ইন্টার বাটনে ক্লিক করুন। 

চতুর্থ ধাপ:-নমিনির ছবি আপলোড  

যে ব্যক্তিকে আপনার একাউন্টের নমিনি রাখতে চান তার ছবি তুলে আপলোড করতে হবে।

পঞ্চম ধাপ:-নমিনির ভোটার আইডি কার্ড আপলোড

এই ধাপে নমিনির ভোটার আইডি কার্ড আপলোড করার জন্য আপলোড অপশন থেকে ভোটার আইডি কার্ড সিলেক্ট করুন।ভোটার আইডি কার্ডের উভয়দিকের ছবি তুলে সেটি আপলোড করুন।

ষষ্ঠ ধাপ:-ব্রাঞ্চ এবং অন্যান্য তথ্য প্রদান 

ভোটার আইডি কার্ড এবং ছবি আপলোড করার পর আপনার বিভাগ,জেলা, উপজেলা এগুলোর তথ্য চাইবে।সঠিকভাবে বিভাগ,জেলা,উপজেলা এবং ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন।এরপর আপনার ইনকাম সোর্স বা প্রফেশন,স্থায়ী ঠিকানা,বর্তমান ঠিকানা,ইমেইল এড্রেস সিলেক্ট করে দিবেন।

Select করার পর আপনি ডেবিট card নিতে চান নাকি চেক বই নিবেন সেটি সিলেক্ট করবেন।পরবর্তী ধাপের জন্য next বাটনে ক্লিক করুন। 

সপ্তম ধাপ:-পুনরায় তথ্য যাচাই করুন 

সঠিকভাবে একাউন্ট খোলার জন্য পুনরায় সকল তথ্য যাচাই করবেন।যদি কোন ভুল থাকে অবশ্যই সেটি সংশোধন করে নিবেন কারণ পরবর্তীতে সংশোধন করা অত্যন্ত ঝামেলার।এরপর submit বাটনে ক্লিক করুন।

প্রত্যেকটি ধাপ সঠিকভাবে অনুসরণ করার পর আপনি যে নাম্বার দিয়েছেন সেখানে একটা SMS আসবে।অভিনন্দন,আপনার ব্যাংক একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে – এমন এসএমএস আসলে বুঝতে পারবেন সঠিক ভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

এরপর KYC করার জন্য আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় যাবেন৷অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অবশ্যই KYC করে আসতে হবে।নাহলে ব্যাংক একাউন্টে সচল হবে না।KYC সম্পূর্ণ হয়ে গেলে আপনার ব্যাংক একাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন। 

ব্রাঞ্চে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

অনলাইন ছাড়াও আপনি চাইলে আপনার নিকটস্থ ব্যাংক একাউন্টে শাখায় গিয়ে সরাসরি অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।এক্ষেত্রে অবশ্যই উপরে উল্লেখ করা ডকুমেন্টগুলো নিয়ে ব্যাংকে যাবেন। 

এরপর যে কোন কর্মকর্তাকে ব্যাংক একাউন্ট খোলার আবেদন ফরম দিতে বলবেন।সেই সাথে কোন একাউন্ট খুলতে চান সেটাও বলে দিবেন।

এরপর আপনি নিজে ফরমটি ফিলাপ করবেন।যদি না পারেন তাহলে ডকুমেন্টস গুলো ব্যাংক কর্মকর্তাকে দিলেই তিনি ফরমটি পূরণ করে দিবেন।

ব্যাংক একাউন্ট খোলার জন্য নূন্যতম টাকা জমা দিতে হবে,যেটি আপনার একাউন্টেই থাকবে।আশা করি, অনলাইনে কিংবা ব্যাংক শাখায় গিয়ে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন।

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে 

যেহেতু অগ্রণী ব্যাংকে তিন ধরনের অ্যাকাউন্ট খোলা যায়,তাই তিন ধরনের একাউন্ট খোলার জন্য টাকার পরিমাণও বিভিন্ন।চলুন দেখে নিই অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

  • স্টুডেন্ট একাউন্ট – ১০০ টাকা 
  • সেভিংস অ্যাকাউন্ট – ৫০০ টাকা
  • কারেন্ট একাউন্ট – ১০০০ টাকা

অগ্রণী ব্যাংক একাউন্ট চেক | Agrani Bank Account Check

SMS এর মাধ্যমে অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট balance চেক করার জন্য মেসেজ অপশনে গিয়ে BAL<SPACE><YOUR ACCOUNT LAST 5 DIGIT> লিখে 01969900059 এই নাম্বারে সেন্ড করুন।ফিরতি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স জানিয়ে দিবে।YOUR ACCOUNT LAST 5 DIGIT বলতে আপনার ব্যাংক একাউন্টের শেষ পাঁচটি নাম্বার দিতে হবে।

অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার জন্য Agrani eAccount অ্যাপটি ইন্সটল করে লগইন করে সহজেই একাউন্ট চেক করতে পারবেন।

অগ্রণী ব্যাংক সেভিংস একাউন্ট সুবিধা

অগ্রণী ব্যাংকের সেভিংস একাউন্টের জন্য বর্তমানে ইন্টারেস্টের পরিমাণ উল্লেখ করা হলো।

  • 20,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট  2.75%.
  • 1,00,001 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট  3.00%.
  • 5,00,001 টাকা থেকে 10,00,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট  3.50%.
  • 10,00,001 টাকার উপরে ইন্টারেস্ট  3.75%.

FAQ’s

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে?

  • স্টুডেন্ট একাউন্টের জন্য ১০০ টাকা লাগে
  • সেভিংস একাউন্টের জন্য ৫০০ টাকা লাগে
  • কারেন্ট একাউন্টের জন্য ১০০০ টাকা লাগে

অগ্রণী ব্যাংক সুদের হার কত? 

  • পাঁচ বছরের জন্য সুদ ৭.৫০%
  • তিন বছরের জন্য সুদ ৭.০০%

অগ্রণী ব্যাংক কি অনলাইন ব্যাংকিং? 

অগ্রণী ব্যাংকে অফলাইন এবং অনলাইন দুইভাবে আদান-প্রদান করতে পারবেন।অনলাইনে আদান-প্রদানের জন্য Agrani eAccount অ্যাপটি ইন্সটল করতে হবে।

অগ্রণী ব্যাংকের ব্যালেন্স কিভাবে চেক করব? 

আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে  BAL<SPACE><YOUR ACCOUNT LAST 5 DIGIT> লিখে 01969900059 নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিন।আরেকটি ফিরতি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স ব্যাংক থেকে জানানো হবে।

শেষকথা

আজকের আর্টিকেলে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।আশা করি আজকের ব্লগটি আপনাদের কাজে আসবে।যদি ব্যাংক একাউন্ট খুলতে গিয়ে কোন ধরনের সমস্যায় পড়েন,তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।

পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৫

ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index
Scroll to Top