Eduitbd

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৫

সম্প্রতি সমন্বিত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছ সার্কুলার ২০২৫ প্রকাশিত হয়েছে।আজকের আর্টিকেলে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব।সেই সাথে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির নূন্যতম যোগ্যতা,পরীক্ষার প্রস্তুতিসহ অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৫ – ২০২৬

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৫ অনুযায়ী এবছরের আবেদন ফি ১২০০ টাকা রাখা হয়েছে।কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ অনুযায়ী –
এক নজরে সকল গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
আবেদনের শুরুর তারিখ – ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ – ১২ এপ্রিল ২০২৫
প্রবেশপত্র ডাউনলোড – ২৮ মার্চ ২০২৫
আসন বিন্যাস প্রকাশের তারিখ – ২৮ মার্চ ২০২৫
ভর্তি পরীক্ষার তারিখ – ১২ এপ্রিল ২০২৫
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট –
আবেদন ফি – ১২০০ টাকা

কৃষি গুচ্ছ ভর্তি যোগ্যতা

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৫ অনুযায়ী
আবেদনকারী শিক্ষার্থীকে এসএসসি বা এই সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।

  • ২০২১/২০২২/২০২৩ সালের মধ্যেই এসএসসি বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • এইচএসসি এই সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
  • ২০২৪ / ২০২৫ সালের মধ্যেই এইচএসসি বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ সাবজেক্ট ছাড়া নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • সেই সাথে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় একত্রে সর্বমোট নূন্যতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
  • এসএসসি বা এইচএসসি বা এই সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত অবশ্যই থাকতে হবে
  • জিসিই O এবং A লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে,
  • O লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত পাঁচটি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত দুইটি বিষয়ের উত্তীর্ণ হতে হবে।
  • O লেভেল এবং A লেভেল উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • দুটি পরীক্ষায় একত্রে সর্বমোট নূন্যতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
  • এক্ষেত্রে A ও B জন্য জিপিএ যথাক্রমে ৫ ও ৪ গণনা করা হবে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে।মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • বিষয় – নম্বর
  • ইংরেজি – ১০
  • পদার্থবিজ্ঞান – ২০
  • রসায়ন – ২০
  • গণিত – ২০
  • প্রাণিবিজ্ঞান – ১৫
  • উদ্ভিদবিজ্ঞান – ১৫
  • মোট নম্বর – ১০০

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি

  • উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম ও সিলেবাস অনুযায়ী ইংরেজি, জীববিদ্যা, পদার্থবিদ্যা রসায়ন এবং গণিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
  • এছাড়াও প্রশ্ন বাংলা এবং ইংরেজিতে করা হবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নম্বর কাটা যাবে।
  • অর্থাৎ প্রতি চারটি ভুল উত্তর দিলে এক নম্বর কাটা যাবে।

কৃষি গুচ্ছ ভর্তি আবেদন ফি

  • কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৫-২০২৬ অনুযায়ী আবেদন ফি ১২০০ টাকা রাখা হয়েছে।তবে এই ফি ট্রানজেকশন চার্জ ব্যতীত।
  • অর্থাৎ অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার সময় অবশ্যই ট্রানজেকশন চার্জ রাখতে হবে।
  • এছাড়াও মোবাইল ব্যাংকিং,অনলাইন ব্যাংকিং, ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়তে আবেদন ফি জমা দেওয়া যাবে।

কৃষি গুচ্ছ ওয়েবসাইট

কৃষি গুচ্ছ ওয়েবসাইট হলো acas.edu.bd
এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

কৃষি গুচ্ছ ভর্তি আবেদন প্রক্রিয়া

  • ফোনের যে কোন ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজারে গিয়ে acas.edu.bd লিংকটি পেস্ট করুন।এছাড়াও অ্যাপের মাধ্যমেও আবেদন করা যাবে।
  • Google Play Store থেকে ACAS app download করে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করা যাবে।
  • মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই নিজের মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করবেন।কারণ পরবর্তীতে সকল এসএমএস এই নাম্বারে পাঠানো হবে।
  • রেজিস্ট্রেশনের পর পিন ও লগইন পাসওয়ার্ড উক্ত নম্বরের এসএমএসে পাঠানো হবে।
  • আবেদনের জন্য গুরুত্বপূর্ণ যেসব ডকুমেন্টস দরকার হবে তা হল –
  • সদ্য তোলা রঙ্গিন ছবি লাগবে
  • ছবির সাইজ ৫০ কিলোবাইটের মধ্যে হতে হবে এবং ছবি jpg ফরমেটে থাকবে।
  • ছবি ঠিকভাবে আপলোড না করলে পরবর্তীতে ভর্তি ফরম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ট্রান্সপটের স্ক্যানিংকৃত কপি অনলাইনে জমা দিতে হবে।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি ফি জমাদানের প্রক্রিয়া

ভর্তি ফি জমা দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং, ডেবিট, ক্রেডিট কার্ড যে কোন একটি মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে।
সিলেক্টেড হওয়ার পরে আবেদনকারী শিক্ষার্থী যদি অটোমাইটেশন বন্ধ করতে চায়, তাহলে acas.edu.bd ওয়েবসাইটে গিয়ে অটোমাইটেশন অপশনটি বন্ধ করে দেওয়া লাগবে।
অটোমাইটেশন বন্ধ করার সময় খেয়াল রাখতে হবে,কারন একবার মাইগ্রেশন বন্ধ করে দিলে পরবর্তীতে আর চালু করা যাবেনা।

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ও আসন সংখ্যা

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।এগুলো হলো

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ময়মনসিংহ
  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় – গাজীপুর
  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালষয় – ঢাকা
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিঅয় বিশ্ববিদ্যালয় – পটুয়াখালী
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় – চট্টগ্রাম
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় – সিলেট
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় – খুলনা
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় – হবিগঞ্জ
  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় – কুড়িগ্রাম

কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ১১১৬ টি
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় – ৪৩৫ টি
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় – ৬৯৮ টি
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৪৪৮ টি
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় – ২৭০ টি
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় – ৪৩১ টি
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় – ১৫০ টি
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় – ৯০ টি
  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় – ৮০ টি

মোট আসনসংখ্যা রয়েছে ৩৮৬৩ টি।

FAQ

কৃষি গুছে মোট সিট কত?
৩৮৬৩
বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে?
৯ টি
কৃষি হচ্ছে এক্সাম কবে হবে?
এখনো প্রকাশিত হয়নি
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন যোগ্যতা কি?
এসএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ লাগবে এবং বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত পেলে চান্স হয়?
ন্যূনতম ৫০ মার্কের বেশি পাওয়া লাগবে।
কৃষি বিশ্ববিদ্যালয় আবেদন শুরু কবে থেকে?
১৫ ফেব্রুয়ারী ২০২৫

শেষ কথা

আজকের আর্টিকেলে কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৫ | কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।সেই সাথে কৃষি গুচ্ছ ভর্তি যোগ্যতা, আবেদন, সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index
Scroll to Top