Eduitbd

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্প্রতি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তিতে প্রকাশিত বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ, বুয়েট আবেদন যোগ্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে আজকের আর্টিকেলটি বিস্তারিতভাবে আলোচনা করেছে। 

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | BUET Admission Circular 2025-2026

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

এই পর্যায়ের বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর সকল গুরুত্বপূর্ণ তারিখ সমূহ নিয়ে আলোচনা করা হলো। 

একনজরে সকল গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী 

  • আবেদন শুরু – 
  • আবেদনের শেষ তারিখ – 
  • প্রাথমিক আবেদন ফি – 
  • নির্বাচনী পরীক্ষার সিলেক্টেড প্রার্থীদের তালিকা প্রকাশ – 
  • পাক নির্বাচনী পরীক্ষা – 
  • চূড়ান্ত লিখিত পরীক্ষা – 
  • ভর্তি পরীক্ষার ফলাফল – 
  • আবেদন ফি – 
  • আবেদনের ওয়েবসাইট – https://www.buet.ac.bd/

বুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৫

বুয়েটে প্রাক নির্বাচনী এবং চূড়ান্ত লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে থাকে। পাক-নির্বাচনী পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবং চূড়ান্ত পরীক্ষা লিখিত পদ্ধতিতে নেওয়া হয়। চূড়ান্ত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই মেধালিকা প্রকাশ করা হয়। 

বুয়েট ভর্তি পরীক্ষার বিভাগসমূহ 

বুয়েটে সাধারণত ক গ্রুপে ও খ গ্রুপে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।ক গ্রুপে ভর্তি পরীক্ষা সকল ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের জন্য নেওয়া হয় এবং খ গ্রুপের ভর্তি পরীক্ষা নগর অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের জন্য নেওয়া হয়ে থাকে। 

ক গ্রুপ 

ক গ্রুপের অন্তর্ভুক্ত হলো ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগরের অঞ্চল পরিকল্পনা বিভাগ। ক গ্রুপে যে সকল বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয় তা হল :-

  • পদার্থবিজ্ঞান 
  • রসায়ন ও 
  • উচ্চতর গণিত  

খ গ্রুপ 

এই গ্রুপে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের আরো একটি ভর্তি পরীক্ষা নেওয়া হয়।যে সকল বিষয় ভর্তি পরীক্ষা নেওয়া হয় 

  • পদার্থবিজ্ঞান 
  • রসায়ন ও 
  • উচ্চতর গণিত  
  • মুক্ত হস্ত অংকন, দৃষ্টিগত ও স্থানের ধীশক্তি 

বুয়েট পাক-নির্বাচনী পরীক্ষার মানবন্টন  

বিষয় – নম্বর 

  • পদার্থবিজ্ঞান – ৩৩ নম্বর
  • রসায়ন – ৩৩ নম্বর
  • উচ্চতর গণিত – ৩৪ নম্বর

টোটাল ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার করে কাটা হয়। 

অর্থাৎ তোমার যদি চারটি প্রশনের উত্তর ভুল হয়ে থাকে তাহলে এক নম্বর কাটা যাবে। 

বুয়েট চূড়ান্ত বা লিখিত পরীক্ষার মানবন্টন 

ক গ্রুপ বা গ্রুপ A

বিষয় – প্রশ্ন সংখ্যা 

  • পদার্থবিজ্ঞান – ১৩ টি
  • রসায়ন – ১৩ টি
  • উচ্চতর গণিত – ১৪ টি

মোট ৪০০ নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে 

খ গ্রুপ বা গ্রুপ B

বিষয় – প্রশ্ন সংখ্যা 

  • পদার্থবিজ্ঞান – ১৩ টি
  • রসায়ন – ১৩ টি
  • উচ্চতর গণিত – ১৪ টি

মোট ৪০০ নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে 

পরবর্তীতে মুক্ত হস্ত অংকন ও দৃষ্টিগ ও স্থানিক ধীশক্তির পরীক্ষা নেওয়া হয়ে থাকে। 

বিষয় – প্রশ্ন সংখ্যা 

  • মুক্ত হস্ত অংকন – ৩ টি
  • দৃষ্টিগ ও স্থানিক ধীশক্তি – ৪ টি

এখানেও মোট ৪০০ নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বুয়েট ভর্তি পরীক্ষার সময় 

  • পাক নির্বাচনী ভর্তি পরীক্ষার সময় (MCQ) – ৬০ মিনিট
  • লিখিত ভর্তি পরীক্ষার সময় – ১২০ মিনিট
  • মুক্ত হস্ত ও স্থানিক ধীশক্তি পরীক্ষার সময় – ৯০ মিনিট

বুয়েট ভর্তি যোগ্যতা

বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। 

এসএসসি (SSC) :-

  • আবেদনকারী শিক্ষার্থীকে এসএসসি বা এই সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ থেকে জিপিএ ৪.০০ এর মধ্যে যেকোনো গ্রেড প্রাপ্ত হতে হবে। 
  • ২০২২ বা ২০২৩ সালের মাধ্যমিক বা এই সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 

এইচএসসি (HSC) :-

  • এইচএসসি বা এই সমমান পরীক্ষায় বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড /মাদ্রাসা শিক্ষা বোর্ড  মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ হতে হবে। 
  • ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  • সেই সাথে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই তিনটি সাবজেক্টে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 
  • এছাড়াও পরীক্ষায় ফিজিক্স,কেমিস্ট্রি এবং ম্যাথের নম্বরের উপর শর্ত রয়েছে৷ 
  • যত জন শিক্ষার্থী আবেদন করবে তার মধ্যে প্রথম ২৪০০০ জনকে প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। 

GSE “O”  লেভেল ও “A” লেভেল

  • GSE “O”  ও GSE “A”  শিক্ষার্থীদের জন্য, ২০২১ সালের নভেম্বর বা তারপরে GCE “O” Level পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  • ২০২৪ সালের নভেম্বর বা তারপরে GSE “A”  পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  • বুয়েট ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমাররা অংশগ্রহণ করতে পারবে না। 
  • পাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট করা হবে।

বুয়েট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় 

  • মূল বা লিখিত ভর্তি পরীক্ষায় মডিউল এ এবং মডিউল বি এর সব ধরনের প্রশ্ন এবং উত্তর এর মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতেই করা হবে। 
  • মডিউল বি বা খ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নের মান ৭০ করে। 
  • সেই সাথে দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তির প্রতিটি প্রশ্নের মান ১০ করে। 
  • মডিউল এ বা ক গ্রুপের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ১০ করে।
  • পরীক্ষার সময় যেকোন ধরনের ইলেকট্রিক ডিভাইস বা টেলিযোগাযোগ যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন ও ওয়াচ ফোন ইত্যাদি নেওয়া যাবে না। 
  • তবে লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে। 
  • ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

বুয়েটের বিভাগ ও আসনসংখ্যা

বুয়েটে মোট ১২ টি ডিপার্টমেন্ট রয়েছে।নিচে আসন সংখ্যা সহ প্রতিটি ডিপার্টমেন্টের লিস্ট দেওয়া হলো। 

  • পুরাকৌশল – ১৯৫ টি
  • বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল – ১৯৫ টি
  • পানি সম্পদ প্রকৌশল – ৩০ টি
  • যন্ত্রকৌশল – ১৮০ টি
  • নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল – ৫৫ টি
  • শিল্প ও উৎপাদন প্রকৌশল – ৩০ টি
  • বস্তু ও ধাতব কৌশল – ৬০ টি
  • বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল – ১২০ টি
  • কেমিকৌশল – ১২০ টি
  • স্থাপত্য – ৫৫ টি
  • নগর ও অঞ্চল পরিকল্পনা – ৩০ টি
  • মোট আসন সংখ্যা ১২৭৫ টি

BUET Subject List and Seat Number 2025

  • Civil Engineering – 195
  • Water Resources Engineering – 30
  • Mechanical Engineering – 180
  • Naval Architecture & Marine Engineering – 55
  • Industrial & Production Engineering – 30
  • Electrical & Electronic Engineering – 195
  • Computer Science & Engineering – 120
  • Chemical Engineering – 120
  • Materials & Metallurgical Engineering – 60
  • Biomedical Engineering – 30
  • Architecture – 55
  • Urban & Regional Planning – 30

Total Seats 1275

ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বুয়েট ভর্তি আবেদন প্রক্রিয়া 

বুয়েটে ভর্তির আবেদনের জন্য https://www.buet.ac.bd/ এই লিংকে প্রবেশ করতে হবে।এরপর এসএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর,ব্যক্তিগত এবং একাডেমিক তথ্য দিয়ে ফাইনাল আবেদন করতে হবে। 

বুয়েট বিশ্ববিদ্যালয়ে কয়টি হল আছে? 

বুয়েটে মোট ৫ টি হল রয়েছে।

হলের নাম 

  • Titumir Hall
  • Sher-e-Bangla Hall
  • Suhrawardy Hall
  • Sabekun Nahar Sony Hall
  • Dr. M. A. Rashid Hall
  • Kazi Nazrul Islam Hall
  • Ahsanullah Hall
  • Shahid Smrity Hall
  • Shadhinata Hall

FAQ

বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ? 

১৩ ফেব্রুয়ারি ২০২৫ 

বুয়েটের আবেদন শুরু কবে থেকে? 

৩০ নভেম্বর ২০২৪ 

BUET Admission Test Date 2025

13 February 2025

BUET Application Fee 2025

  • A group – 1000 tk
  • B group – 1200

বুয়েটে পড়ার খরচ কত? 

বুয়েটর আবাসিক শিক্ষার্থীদের জন্য হলে থাকা এবং অন্যান্য খরচ বাবদ প্রায় ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকার মতো লাগে।এই টাকা প্রতি সেশন ওয়াইজ লাগে।

বুয়েট সরকারি নাকি বেসরকারি? 

বুয়েট ঢাকায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় 

বুয়েট কি মেয়েদের জন্য?  

বুয়েট মেয়েরাও পড়তে পারে এবং মেয়েদের জন্য হল রয়েছে। 

BUET Admission Circular 2025 কবে প্রকাশ হবে?

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। 

BUET ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা কী?

  • আবেদনকারী শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এ জিপিএ 5.00 উত্তীর্ণ হতে হয়। 
  • এছাড়াও এই তিনটি বিষয়ে নাম্বারের রিকোয়ারমেন্ট রয়েছে। 

বুয়েটে মোট কতটি আসন আছে?

বুয়েটে মোট আসন রয়েছে ১২৭৫ টি। 

বুয়েটের আবেদন ফি কত?

বুয়েটের ভর্তি ফি সাধারণত ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ধরা হয়।এ বছর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট দিয়ে দিব।

বুয়েটে পাশ করতে কত বছর লাগে? 

বুয়েটে অনার্স পাশ করতে প্রায় সাড়ে ৪ বছর লাগে।

বুয়েটে কোন কোন বিষয়ে ভর্তি হওয়া যায়?

  • Civil Engineering 
  • Mechanical Engineering
  • Electrical Engineering
  • Computer Science Engineering
  • Chemical Engineering
  • Architecture
  • Biomedical Engineering etc

BUET Admission Form কোথায় পাওয়া যাবে?

বুয়েটের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট www.buet.ac.bd/admission

শেষকথা

আজকের আর্টিকেলে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | BUET Admission Circular 2025-2026 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ সকল ধরনের তথ্য নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Index
Scroll to Top