জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি আবেদন, ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর প্রকাশিত তারিখের জন্য আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন।জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি আবেদন ২০২৫ এর ভর্তি সার্কুলারটি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।আজকের আর্টিকেলের ডিগ্রি ভর্তির আবেদন যোগ্যতা, ভর্তি কবে শুরু হবে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস কোর্সের আবেদনের জন্য অপেক্ষারত, আশা করি আজকের আর্টিকেল থেকে ডিগ্রি ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।
ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | Degree Admission Circular 2025
ডিগ্রি ভর্তি সার্কুলার ২০২৫ নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিভিন্ন কোর্স নিয়ে আপনাদের মধ্যে কিছুটা কনফিউশন রয়েছে৷ তাই ডিগ্রী ভর্তির আবেদন যোগ্যতা, আবেদনের তারিখ,কোন কোন কোর্স রয়েছে, এছাড়াও ভর্তি রিলেটেড সকল ধরনের তথ্য আজকের আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করব। আশাকরি আজকের আর্টিকেল সম্পূর্ণ পড়লে আপনারা ঘরে বসে খুব সহজে ডিগ্রি ভর্তি আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস কোর্স সমূহ
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী পাস কোর্সের অধীনে মূলত তিনটি কোর্স অফার করা হয়ে থাকে।কোর্সগুলো হলো
- বিএ
- বিএস
- বিএসএস
- বিএসসি
তবে প্রতিটি করছে ভর্তির জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। আপনার বিভাগ অনুযায়ী আপনি উক্ত কোর্সগুলো থেকে সিলেক্ট করতে পারবেন।
এক নজরে ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়
- আবেদন শুরু:- September 16, 2025
- আবেদন শেষ:- October 15, 2025
- প্রাথমিক আবেদন ফি জমা দেওয়ার তারিখ(আবেদন ফর্মসহ):-
- আবেদন ফি :-250
এরপর কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফি নিশ্চায়ন করা হয়। এই নিশ্চয়নকৃত আবেদনফি এর জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ সোনালী ব্যাংক শাখায় নির্দিষ্ট খাতে জমা দিতে হয়।
- নিশ্চায়নকৃত আবেদন ফি জমা দেওয়ার তারিখ:-
- নিশ্চায়নকৃত আবেদন ফি:-
- ডিগ্রী ভর্তির আবেদনের লিংক:-
ডিগ্রি ভর্তি ২০২৫ আবেদন যোগ্যতা
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ২০২৫ এর আবেদনের জন্য যে কয়েকটি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে তা হলো:-
- আবেদনকৃত শিক্ষার্থীকে অবশ্যই ২০২০,২০২১ এবং ২০২২ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার উত্তীর্ণ হতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই ২০২২,২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষে HSC পরীক্ষার উত্তীর্ণ হতে হবে।
- SSC ও HSC পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ন্যূনতম ২.০০ থাকতে হবে।
- O-Level and A-Level এর শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০/২০২১/২০২২ শিক্ষাবর্ষে ও-লেভেল পরীক্ষায় ‘বি’ গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। সে সাথে A-Level পরীক্ষায় ‘বি’ গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হতে হবে।
- উল্লেখিত আবেদনের শর্তাবলী পূরণ করলে একজন শিক্ষার্থী NU ডিগ্রী পাস কোর্স ২০২৫ এর জন্য আবেদনযোগ্য বলে বিবেচিত হবে।
ডিগ্রী ভর্তি ২০২৫ অনলাইনে আবেদন করার নিয়ম
ডিগ্রি ভর্তি পাস কোর্সের আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের ওয়েবসাইটে (nu.ac.bd/admission) গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।এই ওয়েবসাইটে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ভর্তি কার্যক্রমের অনলাইন ভিত্তিক আবেদন সম্পন্ন করতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সুবিধার্থে একটু পরেই ধাপে ধাপে ব্যাখ্যা করব।
ডিগ্রি ভর্তি আবেদন করতে কি কি লাগবে
ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:-
- আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন এবং রোল নম্বর
- SSC এবং HSC পরীক্ষার পাশের সন বা শিক্ষাবর্ষ
- SSC এবং এসএসসি পরীক্ষার পাসকৃত শিক্ষাবোর্ড
- শিক্ষার্থী যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে প্রতিষ্ঠানের নাম
- ডিগ্রীর কোর্স সিলেকশন
- আবেদনকারীর ছবি:- পাসপোর্ট সাইজ
- ছবির সাইজ:- 50 Kb এর নিচে
- ফরমেট:- JPG
- ছবির আকার:- 150*120 Pixel
- যদি শিক্ষার্থীর কোন কোটা থেকে থাকে তাহলে তার তথ্যসমূহ
ডিগ্রি ভর্তি অনলাইনে আবেদন করার নিয়ম | Degree Admission 2025 Apply Online
প্রথম ধাপ:-
ডিগ্রী অনলাইন এডমিশন ওয়েবসাইটে(nu.ac.bd/admission) এ ক্লিক করুন।আবেদনের জন্য মেনু থেকে ডিগ্রী পাস(Degree Pass) কোর্স এর অপশনটি বেছে নিন।Apply Now অপশনে ক্লিক করে প্রথম ধাপ সম্পন্ন করুন।
দ্বিতীয় ধাপ:- এসএসসি বা এইচএসসি অথবা এই সমমান পরীক্ষার তথ্যাবলী প্রদান
পরবর্তী পেইজে আপনার বিগত একাডেমিক তথ্যসমূহ চাওয়া হবে। SSC ও HSC পরীক্ষার রোল নং,রেজিস্ট্রেশন নং,বোর্ড ও পাশের সনদ দিয়ে Next বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ:- এবং ব্যক্তিগত তথ্যসমূহ প্রদান ও যাচাই করণ
এই পেজে আপনার পূর্ববর্তী ধাপে দেওয়া শিক্ষাগত এবং একাডেমিক তথ্যসমূহ সংশ্লিষ্ট একটি পেজ আসবে।প্রদত্ত তথ্যাবলী সঠিক আছে কিনা তা যাচাই করে Next বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপ:- কলেজ এবং কোর্স নির্বাচন করুন
আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের নাম নির্বাচন করুন।কলেজ সিলেকশন অপশন থেকে চারটি অপশনে ক্লিক করতে হবে।
- বিভাগ
- জেলা
- ওই কলেজের নাম সিলেক্ট
- এক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি কলেজ ই নির্বাচন করতে পারবেন
আপনি যে কলেজটা নির্বাচন করেছেন তার আওতাধীন কোর্সগুলো এবং সিট সংখ্যা Preferred Subject List এ দেখতে পারবেন। Next অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
পঞ্চম ধাপ:- কোটার তথ্য প্রধান(কোটা থাকলে)
যদি আপনার কোন ধরনের কোটা থেকে থাকে তবে ‘Do you want to apply for a quota’ – এই অপশন থেকে Yes সিলেক্ট করুন।সেই সাথে কোটা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সমূহ দিন।যদি কোটা না থাকে তাহলে No বাটনে ক্লিক করে Next
বাটনে যান।
ষষ্ঠ ধাপ:- ছবি এবং যোগাযোগের জন্য তথ্য প্রদান
- এই ধাপে আপনাকে আপনার ছবি এবং মোবাইল নম্বর দিতে হবে।
- ছবি দেওয়ার জন্য Choose File এ ক্লিক করে সদ্য তোলা আপনার একটি ছবি দিতে হবে যার সাইজ- 150*150 Pixel এবং ছবির ফরম্যাট JPG। ছবি সর্বোচ্চ সাইজ 50 KB হতে পারবে।
- শুধু সাইজ এবং ফরমেট ঠিক রাখার জন্য আগে থেকেই আপনার মোবাইল বা কম্পিউটারে তোলা ছবিটির Height, width, Format and File size ঠিক করে রাখতে হবে।
- আপনি কি নিজে না পারলে ইউটিউবের সাহায্য নিতে পারেনম
- সবশেষে কলেজ থেকে আপনার সাথে যোগাযোগের জন্য আপনার Mobile number টি প্রদান করুন। অবশ্যই নিজের মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন কারন পরবর্তীতে সকল এসএমএস এবং তথ্য এই নাম্বারেই প্রেরণ করা হবে।
সপ্তম ধাপ:- আবেদন রিভিউ ও সাবমিট
সাবমিট অপশনে ক্লিক করার আগে আপনি আবেদনের সকল তথ্য বিস্তারিত দেখতে পাবেন।তাই আপনার নাম, আপনার পিতা-মাতার নাম, জন্ম তারিখ, আপনার লিঙ্গ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সকল ধরনের তথ্য ঠিক আছে কিনা তা পুনরায় চেক করে নিবেন।তারপর Submit Application এ ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন।
যদি আবেদনে প্রদত্ত তথ্যাবলীতে কোন ভুল করে থাকেন তাহলে Cancel অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করে তারপর আবার সাবমিট করবেন।
আবেদন সম্পূর্ণ হয়ে গেলে তা বিস্তারিত ফর্মে দেখতে পাবেন। এই ফর্মটি প্রিন্ট করে আপনার সাথে রাখবেন এবং পরবর্তীতে ভর্তি হওয়ার সময় এই ফর্মটি কলেজে নিয়ে যেতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি সার্কুলার ২০২৫ | nu degree admission 2025
ডিগ্রী পাস কোর্স ৩ বছর মেয়াদী হয়ে থাকে। ডিগ্রী পাস কোর্স কমপ্লিট করার পর আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সের জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স কোর্সের মেয়াদও সাধারনত ৩ বছর।মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই ২০২৪-২০২৫ সেশনের ডিগ্রির আবেদন জমা দিতে হবে।
আপনাদের মধ্যে যারা কম জিপিএর কারণে অনার্সে ভর্তি হতে পারেননি, তাদের চিন্তার কোন কারণ নেই। নিঃসন্দেহে আপনি ডিগ্রি পাসকোর্সে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি সার্কুলার ২০২৫ এর বিস্তারিত বিজ্ঞপ্তির pdf নিচের লিংকে দেওয়া হল।
ডিগ্রী পাস কোর্স প্রথম বর্ষ ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- অনলাইনে আবেদন করা ডিগ্রি ভর্তির ফর্ম এর ফটোকপি
- এসএসসি এবং HSC বা এই সমমান পরীক্ষার মার্কশিট এবং ফটোকপি
- SSC এবং HSC বা এই সমমান পরীক্ষার testimonial এর মূলকপি এবং ফটোকপি
- এসএসসি এবং HSC বা এই সমমান পরীক্ষার registration card এর মূলকপি এবং ফটোকপি
- ভর্তিচ্ছু শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের ছবি (২-৩ কপি করে লাগবে)
- আবেদনকারী শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি / না থাকলে জন্ম নিবন্ধন এর ফটোকপি
- ভর্তিচ্চু শিক্ষার্থীর অভিভাবকের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- কোন কোটা থেকে থাকলে উক্ত কোটার সনদপত্র
এছাড়াও বিভিন্ন কলেজে অন্যান্য ডকুমেন্টসও চাইতে পারে।তবে সাধারণত উক্ত ডকুমেন্টসগুলো দিয়েই ভর্তি সম্পন্ন করা হয়।আরো একটি কথা যেটা বলে রাখা দরকার – আপনার SSC এবং HSC পরীক্ষার মার্কশিট, টেস্টিমনিয়াল এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অবশ্যই নিজের কাছে রাখবেন।ভবিষ্যতে বৃত্তির জন্য এই ডকুমেন্টস গুলোর প্রয়োজন হয়ে থাকে।
ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি যোগ্যতা ২০২৪-২০২৫
প্রথম বর্ষে ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী –
- এসএসসি পরীক্ষায় ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণ হতে হবে।
- SSC পরীক্ষায় নূন্যতম GPA 2.00 থাকতে হবে।
- HSC বা এই সমমান পরীক্ষায় ২০২২ থেকে ২০২৪ সালের মোট উত্তীর্ণ হতে হবে
- এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে
degree admission result | ডিগ্রি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
সাধারণত দুইভাবে ডিগ্রি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা যায়। প্রথমত তাদের এডমিশন বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আপনার রোল এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে জানতে পারবেন।না পারলে নিকটস্থ কোন কম্পিউটারের দোকানেও আপনার রেজাল্ট দেখতে পারবেন। আরেকটু পদ্ধতিতে আপনার এসএমএস এর মাধ্যমে তিনটি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ডিগ্রি ভর্তি পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম
আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NU<Space>atdg Roll Number
লিখে ১৬২২২ এই নম্বরে পাঠিয়ে দিন। মেসেজ পাঠানোর জন্য মোবাইলে কমপক্ষে তিন টাকার বেশি ব্যালেন্স রাখুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী কোর্সসমূহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির অনেকগুলো কোর্স রয়েছে এবং প্রত্যেকটি করছে তিন বছর মেয়াদী।ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী কোর্সগুলোর তালিকা:-
- Bachelor of Arts – BA
- Bachelor of Science – BSC
- Bachelor of Social Science – BSS
- Bachelor of Music – BMU
- Bachelor of Business Studies – BSS
- Bachelor of Sports – B Sports
আপনার পছন্দ এবং বিভাগ অনুযায়ী আপনি কোর্স বাছাই করে নিতে পারবেন।
ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগে | ডিগ্রী ভর্তি ২০২৫ খরচ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে চাইলে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের খরচের আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে।
সরকারি কলেজের ক্ষেত্রে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকা প্রয়োজন হবে ডিগ্রি ভর্তির জন্য। অন্যদিকে বেসরকারি কলেজে ভর্তির জন্য ৫০০০-৬০০০ বা কলেজ ভেদে এর বেশিও লাগতে পারে।
প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
degree admission login
nu.ac.bd/admission ওয়েবসাইট এ গিয়ে Degree Pass Course অপশন হতে Applicants Account Login সিলেক্ট করুন।পরবর্তীতে Application Roll no ও Pin Number দিয়ে লগইন করুন।
FAQ’s
ডিগ্রি ভর্তি কবে শুরু হবে ২০২৫
September 16, 2025
ডিগ্রি ভর্তির জন্য রেজাল্ট কত লাগবে | ডিগ্রী ভর্তি যোগ্যতা ২০২৫
এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে
ডিগ্রি ভর্তি ২০২৫ শেষ তারিখ কবে
October 15, 2025
Degree Admission 2025 last date
October 15, 2025
শেষকথা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির জন্য মিনিমাম জিপিএ যাদের নেই, তাদের অনেকেই ডিগ্রি ভর্তি সার্কুলারের জন্য অপেক্ষা করে রয়েছেন।
ডিগ্রি ভর্তি সার্কুলার এখনো সম্পূর্ণ প্রকাশিত হয়নি। তাই আপনাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।আশা করা যাচ্ছে আগস্ট মাসের মধ্যেই সম্পূর্ণ সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। সরাসরি সার্কুলার দেখতে চাইলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি অপশন হতে দেখতে পারবেন।
এছাড়াও আমাদের ওয়েবসাইটে আমরা প্রকাশিত হওয়ার সাথে সাথেই সম্পূর্ণ বিজ্ঞপ্তি গুছিয়ে প্রকাশ করব।
ডিগ্রি ভর্তির পর যাদের প্রথম মেধাতালিকায় আসবেনা, এতে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। প্রতিবছরই ১ম মেধাতালিকার পর ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধাতালিকা পরপর প্রকাশিত হয়ে থাকে। তাই ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করবেন।
আজকের আর্টিকেলে আমরা ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এ টু জেড সবকিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এরপরও যদি কোন তথ্য না দিয়ে থাকি আপনারা কমেন্টস করতে পারেন আমরা প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।আপনাদের কোন সাজেশন থাকলে অবশ্যই আমাদের জানাবেন।