ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ সম্পর্কে আজকের ব্লগে বিস্তারিত আলোচনা করব।শরিয়া মোতাবেক পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক হল ইসলামী ব্যাংক পিএলসি।
পূর্বে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে গেলে ব্যাংকে গিয়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হতো।বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে ইন্টারনেটের সাহায্যে আমরা ঘরে বসে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারি।এটা আমাদের সময়ের যেমন সাশ্রয় হয়,তেমন যাওয়া আসার অর্থ ও বেঁচে যায়।আজকের আর্টিকেলে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সম্পূর্ণ সঠিক ও নতুন পদ্ধতি নিয়ে আপনারা জানতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ | Islami bank account opening 2025
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ | Islami bank account opening 2025
ইসলামী ব্যাংক একাউন্ট সাধারণত ২ ভাবে খোলা যায়।
১.সরাসরি ব্যাংকে গিয়ে
২.সেলফিন অ্যাপের মাধ্যমে
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার আগে ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার হতে পারে সে সম্পর্কে আপনাদের ধারণা থাকা দরকার।তাহলে খুব সহজেই ব্যাংক একাউন্টের খরচ সম্পর্কে আইডিয়া পাবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার
ইসলামী ব্যাংক একাউন্ট তিন প্রকার।
- স্টুডেন্ট একাউন্ট (student account)
- কারেন্ট একাউন্ট (current account )
- সেভিংস একাউন্ট (savings account )
এই তিনটি ক্যাটাগরিতে আপনি ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন। আর ঘরে বসে সেলফোন অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই তিন ধরনের অ্যাকাউন্টে তৈরি করা যায়।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে।অর্থাৎ প্রথমবার আপনি যখন ব্যাংক একাউন্ট খুলতে যাবেন,আপনাকে ৫০০ টাকা ডিপোজিট করা লাগবে।ব্যাংক একাউন্ট সম্পূর্ণ ক্লোজ করা ছাড়া এই ৫০০ টাকা আপনি তুলতে পারবেন না।তবে ব্যাংক একাউন্ট ক্লোজ করলে আপনি পুরো টাকাটাই তুলতে পারবেন।
এছাড়াও স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে।প্রথম ডিপোজিটে আপনি ১০০ টাকা জমা দিলেই স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কয়েকটি ডকুমেন্টস ও তথ্যের দরকার হয়।আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে এক্সট্রা কিছু ডকুমেন্টসের দরকার পড়বে।চলুন দেখে নিই ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে:-
Islami bank account opening documents
- আবেদনকারীর ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দরকার হবে।
- অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের কপির দরকার হবে।
- সদ্য তোলা আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি লাগবে৷
- যিনি নমিনি হবেন তার জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জন্ম নিবন্ধন সনদের ফটোকপি লাগবে।
- নমিনির ক্ষেত্রে সদ্য তোলা ১/২ কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে
- অপ্রাপ্তবয়স্ক হলে গার্ডিয়ানের তথ্যের দরকার হবে।যেমন গার্ডিয়ানের পরিচয় পত্র।
- এছাড়াও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাইসেন্স,ই-টিন সার্টিফিকেট লাগবে।
- নাগরিক সনদপত্র লাগতে পারে (যদি চায়)
- অ্যাকাউন্ট তৈরি করার পর প্রথমবারের মতো ডিপোজিট ফি দরকার হবে।
আশা করি ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগবে এবং কত টাকার দরকার হবে সে ব্যাপারে আপনারা আইডিয়া পেয়েছেন।চলুন কয়েকটি ধাপে দেখিনিই ঘরে বসে অনলাইনে কিভাবে ইসলামী ব্যাংক একাউন্ট খুলবেন।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Islami bank account opening online
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাইলে আপনাদের CellFin অ্যাপটির দরকার হবে।
প্রথম ধাপ:-CellFin অ্যাপ ইন্সটল
গুগল প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপটি ইন্সটল করে নিন।
দ্বিতীয় ধাপ:- একাউন্ট তৈরি ও পিন প্রবেশ
CellFin অ্যাপ এ গিয়ে open account অপশনে ক্লিক করুন।এরপর ৬ ডিজিটের একটি পিন নম্বর দিন।এই পিনটি কারো সাথে শেয়ার করবেন না।
তৃতীয় ধাপ:-ব্যক্তিগত তথ্য প্রদান
এরপর Branch & Personal Information অপশনে আপনার ব্যক্তিগত তথ্যাবলী দিন।এক্ষেত্রে আপনার যে যে ইনফরমেশন দরকার হবে তা হল:-
- আপনার পিতার নাম
- মাতার নাম
- মাসিক ইনকাম
- বৈবাহিক অবস্থান
- ইনকামের মাধ্যম ও
- কোন পেশায় বর্তমানে রয়েছেন
- আপনার লোকেশন(ফ্লাট,বাড়ি,রোড)
- থানা ও জেলার নাম
- পোস্ট কোড
পোস্ট কোড যেভাবে পাবেন:- গুগলে গিয়ে আপনার উপজেলা এবং post code লিখে সার্চ দিলেই সরাসরি পোস্ট কোড চলে আসবে।
উপরোক্ত তথ্যাবলী সঠিকভাবে পূরণ করে next এ ক্লিক করুন।তবে এই ক্ষেত্রে সকল তথ্য যেন আপনার জন্ম নিবন্ধন সনদের সাথে মিল থাকে সেটা খেয়াল রাখবেন।সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনার সামনে তথ্যগুলি স্ক্রিনে দেখাবে।পুনরায় চেক করে confirm বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপ:- account এর ধরন নির্বাচন
তারপর select account type অপশন থেকে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান তা নির্বাচন করুন।সাধারণত তিন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট একাউন্ট রয়েছে।এছাড়াও কারেন্ট একাউন্ট ও সেভিংস একাউন্ট ও খুলতে পারেন।যেকোনো একটি অ্যাকাউন্ট select করুন।
পঞ্চম ধাপ:-নমিনির তথ্য প্রদান
নমিনি হওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী নমিনির সকল তথ্য দিতে হবে।সাধারণত নমিনির যে সকল তথ্যের প্রয়োজন পড়ে তা হলো:-
- নমিনির নাম
- নমিনির অভিভাবক তথা পিতা মাতার নাম
- নমিনির আইডি নাম্বার (আইডি নাম্বার জন্ম নিবন্ধন সনদ বা ভোটার আইডি কার্ড নাম্বার হতে পারে)
- নমিনির সাথে আপনার সম্পর্ক কি
- নমিনির এর বর্তমান ঠিকানা
- নমিনির জেলা,থানা,পোস্ট কোড
- ভোটার আইডি কার্ডের ছবি এবং নমিনির ছবি আপলোড
ডকুমেন্টস বা ফাইল আপলোড
১.Choose File এ ক্লিক করে নমিনির জাতীয় পরিচয় পত্র ছবি আপলোড করুন।পরিচয়পত্র ছবি না থাকলে পাসপোর্ট এর ছবি আপলোড করুন।
২.Choose File এ ক্লিক করে নমিনির নিজের একটি স্পষ্ট ছবি আপলোড করুন।
বিশেষ দ্রষ্টব্য:- ছবি আপলোডের ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট এবং ক্লিয়ার হতে হবে।স্পষ্ট এবং প্লেয়ার না হলে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করবে না।তাই চেষ্টা করবেন এইচডি কোয়ালিটির ছবি দেওয়ার জন্য।সকল তথ্য আরেকবার চেক করে confirm বাটনে ক্লিক করুন।
এই প্রক্রিয়া গুলো সম্পন্ন করলে “Bank account open successfully ” এই লেখাটি দেখাবে৷এরপরেই আপনার Bank Account Number টি সংগ্রহ করতে পারবেন।
ষষ্ঠ ধাপ:- ব্রাঞ্চ এ গিয়ে অন্যান্য ডকুমেন্টস জমা দিন
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুললে,আপনি কোন ধরনের কার্ড বা চেক পাবেন না।এ কার্ড বা চেক পাওয়ার জন্য আপনাকে NID card এবং অন্যান্য ডকুমেন্টস নিয়ে যে ব্রাঞ্চের আন্ডারে আপনি ইসলামী ব্যাংক একাউন্ট খুলেছেন সেখানে দিয়ে আসতে হবে। সেই সাথে প্রথমবারের টাকাও ডিপোজিট করতে হবে।তারপর আপনি চেক বই এবং কার্ডের জন্য অর্ডার দিয়ে আসবেন।
আশাকরি ঘরে বসে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট আপনিও খুলতে পারবেন।
চেকবই ছাড়া অন্যান্য সকল কার্যক্রম যেমন মোবাইল রিচার্জ,বিকাশ কিংবা নগদে লেনদেন, ফান্ড ট্রান্সফার এবং উইথড্র এই ধরনের সকল সেবা CellFin app থেকেই গ্রহণ করতে পারবেন।
আরোও পড়ুন:-
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম ২০২৫
অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫
ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শরীয়াহ মোতাবেক ব্যাংক ও ইসলামী ব্যাংক।এছাড়া ইসলামী ব্যাংকও অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।এগুলোর মধ্যে স্টুডেন্ট ব্যাংক একাউন্ট অন্যতম।
স্টুডেন্ট একাউন্ট ইসলামী ব্যাংক
স্টুডেন্ট ব্যাংক একাউন্ট এর ক্ষেত্রে, আপনি সর্বনিম্ন ১০০ টাকা হলেই ডিপোজিট করে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।এই সুবিধা সর্বপ্রথম ইসলামী ব্যাংকে চালু করে।অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম ৫০০ টাকা না হলে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না।
- এছাড়াও ইসলামী ব্যাংকের অন্যতম আরেকটি সুবিধা হল সারা দেশে আপনি ইসলামী ব্যাংকের শাখা এবং এটিএম বুথ পাবেন।এই সাথী ইসলামী ব্যাংকের এডমিট ব্যাংকিং সুবিধা রয়েছে।
- অনলাইনে সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট থেকে আপনি ঘরে বসে নগদ এবং বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।এছাড়াও এক একাউন্ট থেকে অন্য একাউন্টে অনলাইনে ফান্ড ট্রান্সফারের থাকার সুবিধাতো থাকছেই।
- যেহেতু ইসলামী ব্যাংক শরিয়াহ মোতাবেক পরিচালিত,তাই এখানে ব্যবসায় লাভ লোকের ভিত্তিতে আপনাকে লাভ দেওয়া
- হবে।এছাড়া ইসলামী ব্যাংক থেকে খুব সহজে এটিএম কার্ড,ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট ফরম | Islami Bank Bangladesh online Account Opening Form
যদি আপনি অনলাইনে সেলফিন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন,তাহলে আলাদাভাবে ফর্মের দরকার হবে না।
তবে আপনি সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হয়ে যদি একাউন্ট খুলতে চান, তাহলে যেকোনো ব্যাংক কর্মকর্তাকে বললেই আপনাকে ওপেনিং ফরমটি দিয়ে দিবে।এছাড়াও আপনি চাইলে সরাসরি অনলাইন থেকে Islami Bank Account Opening Form লিখে সার্চ দিলেই ফরমটি পেয়ে যাবেন।এখান থেকে ডাউনলোড করে নিবেন।
ব্যাংক একাউন্ট খোলার জন্য ব্রাঞ্চ থেকে ফরম সংগ্রহ করে সকল তথ্যাদি সঠিকভাবে পূরণ করুন।তবে তথ্যাবলী অবশ্যই জাতীয় ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন।সেই সাথে নমিনির সকল তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাবেন।ফর্মে তথ্য পূরণ করে যেকোনো ব্যাংক কর্মকর্তার কাছে দিলে তারা আপনার একাউন্ট খুলে দিবে।
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
গ্রামীণফোন ইউজারদের ক্ষেত্রে – Islami Bank account number check Online
- আপনার ফোনের মেসেজ অপশন থেকে IBBL <space> BAL <space> লিখে 26956 নাম্বারে পাঠিয়ে দিন।ফিরতি এসএমএসে ব্যাংককর্তৃক ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।
- অন্য সিম ইউজারদের ক্ষেত্রে
- মোবাইলের এসএমএস অপশন থেকে IBBL <space> BAL <space> লিখে 16259 নাম্বারে পাঠিয়ে দিন।ফিরতি এসএমএসে ব্যাংককর্তৃক ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।
- প্রবাসীদের ক্ষেত্রে
- আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে মেসেজ অপশন থেকে IBBL <space> BAL <space> লিখে +8801714006969 নাম্বারে পাঠিয়ে দিন।
বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সেলফিন অ্যাপের মাধ্যমে বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।আজকের ব্লগেই কিভাবে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলবেন সেটি আলোচনা করেছি।
ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার চেক করার নিয়ম
সেলফিন অ্যাপ এ লগইন করলে bank A/C অপশনটি দেখতে পাবেন।bank A/C অপশনে ক্লিক করলেই ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বারটি দেখতে পাবেন।
FAQ’s
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে?
স্টুডেন্ট একাউন্টের জন্য ১০০ টাকা লাগে
সেভিংস বা কারেন্ট একাউন্টের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা লাগে
ইসলামী ব্যাংক কত পার্সেন্ট লাভ দেয়?
ইসলামী ব্যাংকের সুদের হার কত?
গত অক্টোবর মাসে তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের আমানতের গড় সুদ ৩.৬৯ শতাংশ।
দিনের গড় সুদ ৬.৭৫ শতাংশ।
আমানত ও ঋণসুদের ব্যবধান ৩.০৫ শতাংশ
ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে কত টাকা উঠানো যায়?
প্লাটিনাম কার্ড হলে বর্তমানে ৭৫ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে।
ইসলামী ব্যাংক সরকারি না বেসরকারি কোম্পানি?
ইসলামী ব্যাংক হল পাবলিক লিমিটেড কোম্পানি
ইসলামী ব্যাংক একাউন্ট করতে কি কি কাগজপত্র লাগে?
ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট করতে যে যে কাগজপত্রের প্রয়োজন হয় তা হল
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অ্যাকাউন্ট খোলার জন্য পূরণকৃত ফরম
- আবেদনকারী স্বাক্ষর
- নমিনির পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি
- ব্যক্তি এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কিংবা জন্ম সনদের ফটোকপি
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি তথ্যের প্রয়োজন হয়?
- আপনার পিতার নাম
- মাতার নাম
- মাসিক ইনকাম
- বৈবাহিক অবস্থান
- ইনকামের মাধ্যম ও
- কোন পেশায় বর্তমানে রয়েছেন
- আপনার লোকেশন(ফ্লাট,বাড়ি,রোড)
- থানা ও জেলার নাম
- পোস্ট কোড
Islami Bank helpline
00 880 2-8331090
শেষকথা
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ নিয়ে আশা করি আজকের ব্লগে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন।ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট কিভাবে চেক করবেন,ব্যাংক একাউন্ট নাম্বার কোথায় পাবেন এই যাবতীয় সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি।যদি আপনাদের কথা বুঝতে সমস্যা হয় বা একাউন্ট খুলতে গিয়ে ঝামেলায় পড়েন তাহলে আমাদের কমেন্টে জানাবেন।