সাত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক পৃথীকরণের পরে সাত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে।যদিও সাময়িকভাবে ভর্তি আবেদন স্থগিত করা হয়েছিল,তবে বর্তমানে ৭ কলেজ ভর্তি পরীক্ষার নতুন করে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে।আজকের আর্টিকেলে সাত কলেজ ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আবেদনের তারিখ,আবেদন যোগ্যতা সহ সকল বিষয় নিয়ে আলোচনা করব।
সাত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | 7 College Admission Circular 2025-26
সাত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | 7 College Admission Circular 2025-26
সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সকল ইউনিটের আবেদন ফি,আবেদনের শেষ সময়,পরীক্ষা সম্ভাব্য তারিখ আপনাদের সুবিধার্থে একত্রে দেওয়া হল।
এক নজরে সকল গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী
- আবেদন শুরুর তারিখ:- এখনো প্রকাশিত হয়নি জুন অথবা জুলাই মাসে সার্কুলার প্রকাশিত হবে
- আবেদনের শেষ তারিখ:-এখনো প্রকাশিত হয়নি জুন অথবা জুলাই মাসে সার্কুলার প্রকাশিত হবে
- প্রবেশপত্র উত্তোলনের তারিখ:-
- ভর্তি পরীক্ষার তারিখ:-
- আবেদন ফি:-৮০০ টাকা
- ৭ কলেজ ভর্তি আবেদনের ওয়েবসাইট :- Collegeadmission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা সময়ে সাত কলেজে ভর্তি পরীক্ষা ১৮,১৯ ও ২৫ এপ্রিলে হওয়ার কথা ছিল।যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল হয়েছে,তাই ভর্তি পরীক্ষার নতুন আবেদনের সময় এখনো প্রকাশিত হয়নি। ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হলে পোস্টে দিয়ে দেওয়া হবে।
৭ কলেজে ভর্তির যোগ্যতা ২০২৫
৭ কলেজ ভর্তির আবেদনযোগ্যতা প্রতিটি বিভাগের জন্য আলাদা হয়ে থাকে।এ পর্যায়ে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা জিপিএর রিকোয়ারমেন্ট এবং কত সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তা আলোচনা করব।
৭ কলেজ ভর্তি আবেদন যোগ্যতা - বিজ্ঞান বিভাগ
- আবেদনকারী শিক্ষার্থীর SSC ও HSC পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
- মোট জিপিএ চতুর্থ বিষয়ে সহ গণ্য হবে।
- ভর্তিচ্চু শিক্ষার্থীকে মাধ্যমিক বা এই সমমান পরীক্ষায় বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড কর্তৃক বিজ্ঞান শাখায়,২০১৯ থেকে ২০২২ সালে এসএসসি (SSC)/দাখিল বা এই সমমান পরীক্ষায় এবং ২০২৪ সালে এইচএসসি (HSC) / এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- IGCSE O-Level ও IAL / A-Level অথবা বিদেশি সার্টিফিকেট দারি শিক্ষার্থীদের ক্ষেত্রে সমতা নিরুপনকৃত গ্রেডে উত্তীর্ণ হতে হবে।
৭ কলেজ ভর্তি আবেদন যোগ্যতা - ব্যবসায় শিক্ষা ইউনিট
- আবেদনকারী শিক্ষার্থীর SSC ও HSC পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।মোট জিপিএ চতুর্থ বিষয়ে সহ গণ্য হবে।
- ভর্তিচ্চু শিক্ষার্থীকে মাধ্যমিক বা এই সমমান পরীক্ষায় বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড কর্তৃক ব্যবসায় শিক্ষা শাখায় অথবা বিজনেস ম্যানেজমেন্ট শাখায় ২০১৯ থেকে ২০২২ সালে এসএসসি (SSC)/দাখিল বা এই সমমান পরীক্ষায় এবং ২০২৪ সালে এইচএসসি (HSC) / এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- IGCSE O-Level ও IAL / A-Level অথবা বিদেশি সার্টিফিকেট দারি শিক্ষার্থীদের ক্ষেত্রে সমতা নিরুপনকৃত গ্রেডে উত্তীর্ণ হতে হবে।
৭ কলেজ ভর্তি আবেদন যোগ্যতা - কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট
- আবেদনকারী শিক্ষার্থীর SSC ও HSC পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
- ভর্তিচ্চু শিক্ষার্থীকে মাধ্যমিক বা এই সমমান পরীক্ষায় বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড কর্তৃক কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ,২০১৯ থেকে ২০২২ সালে এসএসসি (SSC)/দাখিল বা এই সমমান পরীক্ষায় এবং ২০২৪ সালে এইচএসসি (HSC) / আলিম বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- IGCSE O-Level ও IAL / A-Level অথবা বিদেশি সার্টিফিকেট দারি শিক্ষার্থীদের ক্ষেত্রে সমতা নিরুপনকৃত গ্রেডে উত্তীর্ণ হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে কোন ধরনের জিপিএর রিকোয়ারমেন্ট নেই।অর্থাৎ চতুর্থ বিষয়ে সহমত জিপিএ ৭.০০ হলেই তুমি বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারবে।
কলা এবং সামাজিক ইউনিটের ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ ৬.০০ হলে এবং ব্যবসায় শিক্ষা শাখায় মোট জিপিএ ৬.৫০ হলেই আবেদনযোগ্য বলে বিবেচিত হবে।
কোন শিক্ষার্থী নিজ বিভাগে পরীক্ষা দেওয়ার পরে,অন্যান্য বিভাগেও সাবজেক্ট চয়েস দিতে পারবে।
সাত কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন
প্রতিটি বিভাগেই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।কোনো লিখিত পরীক্ষা থাকবে না।মোট ১০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিভাগ - সাত কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন
বিষয় - নাম্বার
- পদার্থবিজ্ঞান (আবশ্যিক) - ২৫ নাম্বার
- রসায়ন (আবশ্যিক) - ২৫ নাম্বার
- জীববিজ্ঞান - ২৫ নাম্বার
- গণিত - ২৫ নাম্বার
- বাংলা - ২৫ নাম্বার
- ইংরেজি - ২৫ নাম্বার
মোট নম্বর - ১০০ মার্কস
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান ও রসায়নে অবশ্যই উত্তর দিতে হবে।উচ্চ মাধ্যমিকে চতুর্থ সাবজেক্ট এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোন একটি বিষয়ে পরীক্ষা দিবে।
অর্থাৎ কারো যদি চতুর্থ সাবজেক্ট জীববিজ্ঞান হয়ে থাকে,সে চাইলে জীববিজ্ঞান থেকে উত্তর না করে বাংলা বা ইংরেজি থেকে উত্তর করতে পারবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট - সাত কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন
বিষয় - নাম্বার
- ইংরেজি - ২৫ নাম্বার
- বাংলা - ২৫ নাম্বার
- সাধারণ জ্ঞান - ৫০ নাম্বার
মানবিক বিভাগেও মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।যেহেতু সাধারণ জ্ঞানের মার্কস একটু বেশি,তাই সাধারণ জ্ঞান একটু বেশি প্রিপারেশন নিয়ে রাখার চেষ্টা করবে।এটি অন্য কম্পিটিটর থেকে তোমাকে ভর্তি যুদ্ধে এগিয়ে রাখবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট - সাত কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন
বিষয় - নাম্বার
- বাংলা (আবশ্যিক) - ২০ নাম্বার
- ইংরেজি (আবশ্যিক) - ২০ নাম্বার
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আবশ্যিক) - ২০ নাম্বার
- হিসাববিজ্ঞান (আবশ্যিক) - ২০ নাম্বার
- ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা - ২০ নাম্বার
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - ২০ নাম্বার
মোট নম্বর - ১০০ মার্কস
ব্যবসায় শিক্ষা ইউনিটের ক্ষেত্রে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এ দুটি সাবজেক্ট থেকে যেকোনো একটিতে উত্তর করতে হবে।মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জিপিএর মানবন্টন
- ভর্তি পরীক্ষা পদ্ধতি - এমসিকিউ (MCQ)
- মোট নম্বর - 100
- নেগেটিভ মার্কস - নেই
মোট নম্বর = ভর্তি পরীক্ষার নাম্বার + (এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ * ২) + (উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ * ২)
অর্থাৎ কেউ যদি ভর্তি পরীক্ষায় ৮০ নাম্বার পেয়ে থাকে এবং এসএসসি(SSC) এবং এইচএসসি(HSC) পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে থাকে, তাহলে তার মোট নম্বর হবে-
৮০+(৫*২)+(৫*২) = ১০০ নম্বর।
সাত কলেজ নাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ০৭ টি কলেজ হলো:-
- ঢাকা কলেজ
- কবি নজরুল সরকারি কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- ইডেন মহিলা কলেজ
- সরকারি বাংলা কলেজ
- সরকারি তিতুমীর কলেজ
২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারি সাতটি কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল।কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলনের পরে উক্ত সাতটি কলেজ নিয়ে আলাদাভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবনা কার্যকর হয়।
ঢাকা সাত কলেজ কোথায় অবস্থিত
৭ কলেজের লোকেশন নিয়ে যাদের মনে প্রশ্ন রয়েছে তাদের জন্য এ পর্যায়ে সাতটি কলেজের অবস্থানে বিস্তারিত আলোচনা করা করা হলো:-
ইডেন মহিলা কলেজ
ঢাকার আজিমপুরে নীলক্ষেতের পাশে ইডেন মহিলা কলেজ অবস্থিত।ইডেন মহিলা কলেজে ১১ তলা বিশিষ্ট ছাত্রী নিবাস সহ মোট 6টি ছাত্রী নিবাস রয়েছে।
ঢাকা কলেজ
ঢাকার নিউমার্কেটের পাশে ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজ অবস্থিত।
সরকারি বাংলা কলেজ
ঢাকার মিরপুর টেকনিক্যাল এর কাছে সরকারি বাংলা কলেজ অবস্থিত
কবি নজরুল সরকারি কলেজ
সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া পার্কের পাশেই কবি নজরুল সরকারি কলেজ অবস্থিত।
বদরুন্নেসা সরকারি কলেজ
পুরান ঢাকার বক্সীবাজারের পাশে বদরুন্নেছা সরকারি কলেজ অবস্থিত।
সরকারি তিতুমীর কলেজ
ঢাকার মহাখালীর পাশে গুলশান ০১ রোডে সরকারি তিতুমীর কলেজ অবস্থিত।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
ঢাকা সদরঘাট এলাকায় কবি নজরুল কলেজ এবং ভিক্টোরিয়া পার্কের কাছেই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অবস্থিত।
FAQ's
সাত কলেজের আবেদনের শেষ তারিখ কবে?
এখনো প্রকাশিত হয়নি।
সাতটি সরকারি কলেজে ভর্তি ফি কত?
সরকারি সাত কলেজের আন্ডার গ্রাজুয়েট ভর্তিতে ৮০০ টাকা আবেদন ফি রাখা হয়েছে।
সাত কলেজে সাবজেক্ট চয়েজ কিভাবে দিতে হয়?
সাত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের প্রদত্ত অনলাইন ফর্ম পূরণ করে,তারপর সাবজেক্ট চয়েস দিতে হয়
তিতুমীর কলেজ কোথায় অবস্থিত?
ঢাকার মহাখালীর পাশে গুলশান ০১ রোডে সরকারি তিতুমীর কলেজ অবস্থিত।
কবি নজরুল সরকারি কলেজ কোথায় অবস্থিত?
সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া পার্কের পাশেই কবি নজরুল সরকারি কলেজ অবস্থিত।
ঢাকা কলেজ কোথায় অবস্থিত?
ঢাকার নিউমার্কেটের পাশে ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজ অবস্থিত।
ইডেন মহিলা কলেজ কোথায় অবস্থিত?
ঢাকার আজিমপুরে নীলক্ষেতের পাশে ইডেন মহিলা কলেজ অবস্থিত।
7 College Result
Dhaka Central University এর অফিশিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে ভর্তি পরীক্ষার রোলঅনুসারে রেজাল্ট প্রকাশিত হবে।
শেষকথা
আজকের আর্টিকেলে ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সাত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে পূর্নাঙ্গ আলোচনা করার করেছি।যেহেতু আগে সার্কুলার তে সংশোধন করা নতুনভাবে সার্কুলার প্রকাশিত করা হবে,তাই জুন-জুলাই মাসের মধ্যেই সার্কুলার প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়াও 7 College Admission নিয়ে আপনাদের কোন প্রশ্ন জানার থাকলে আমাদের কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।