ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫
সঠিকভাবে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন।ডাক বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজ লাগে কিংবা অনলাইনে একাউন্ট খোলা যায় কিনা,এসব নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ব্লগে।
বাংলাদেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে আজ বাংলা ব্যাংক অত্যন্ত জনপ্রিয়।কেননা বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা ডাচ বাংলা ব্যাংকের হাত ধরেই এসেছে।"রকেট" অ্যাপের নাম আপনারা সবাই শুনে থাকবেন,যেটি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা।
আজকের ব্লগে আপনাদের সুবিধার্থে Dutch Bangla Bank Account Open এর সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করব।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Dutch Bangla Bank Account Open
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে চাইলে কিছু কাগজপত্র দরকার হবে।যেমন জাতীয় পরিচয় পত্র,ছবি,ইউটিলিটির বিলের কপি,ন্যূনতম টাকা জমা দেন, নমিনির তথ্য এবং জাতীয় পরিচয় পত্র ইত্যাদি ডকুমেন্টস নিয়ে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখায় গেলেই আর আপনাকে ব্যাংক একাউন্ট খুলে দিবেন।
ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে খোলার কোন সুযোগ নেই।যদি ডাচ বাংলা ব্যাংক একাউন্ট করতে চান,তাহলে সরাসরি তাদের ব্রাঞ্চেই যেতে হবে।ডাচ বাংলা ব্যাংক একাউন্ট তৈরির জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এর বিস্তারিত তথ্য এ পর্যায়ে আলোচনা করব।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে আপনার এবং নমিনির পরিচয়পত্রসহ আরো প্রয়োজনীয় ডকুমেন্টস এর প্রয়োজন হবে।এগুলোর যেকোনো একটি বাদ দিয়ে আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না।চলুন দেখি নিই ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে
- আবেদনকারীর সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র ফটোকপি
- ইউটিলিটি বিল যেমন গ্যাস,বিদ্যুৎ কিংবা পানির বিল।ঠিকানা যাচাই করার জন্য এগুলোর দরকার হয়
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- নমিনির সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ব্যাংক একাউন্ট খোলার পর নূন্যতম টাকা জমা দান
- স্টুডেন্ট একাউন্ট এর জন্য স্টুডেন্ট আইডি কার্ড
- ট্রেড লাইসেন্স এর ফটোকপি - ব্যবসায়ীদের জন্য
উল্লেখিত সকল ডকুমেন্টস নিয়ে আপনি ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখায় গিয়ে কর্তব্যরত অফিসার কে বললেই তিনি ব্যাংক একাউন্ট খুলে দিবেন।এক্ষেত্রে আপনি কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান সেটিও বলে দিতে হবে।
এ পর্যায়ে ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব একাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট টাইপ
ডান্স বাংলা ব্যাংকে আপনি ০৭ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন।কি কি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কোন একাউন্ট খুলতে কত টাকা লাগবে সেগুলোর হিসেব নিচে দেওয়া হলো।
- DBBS School Savers Account - student account - 100 tk
- Savings Deposit Plus Account - Saving - 5000 tk
- Current Deposit Account - Current Account - 1000 tk
- Interest Free Savings Deposit Account - Saving - 5000 tk
- Excel Savings Account - Savings - 500 tk
- Savings Deposit Account standard - Saving - 500 taka
- Special Notice Deposit Account - Fixed Deposit - 2000 tk
উল্লেখ্য তালিকা থেকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান এবং সেখানে কত টাকা রাখতে হবে তার ধারণা পাবেন।
আপনি যে একাউন্টটি খুলতে চান,সে পরিমাণ টাকা এবং উল্লিখিত ডকুমেন্টস গুলো নিয়ে যদি ডাচ-বাংলা ব্যাংকের যেকোন একটি ব্রাঞ্চে যান, তাহলে সেখানের দায়িত্বরত অফিসাররাই আপনার অ্যাকাউন্টটি তৈরি করে দিবে।
আরোও পড়ুন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট লিস্ট ২০২৫
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
স্টুডেন্টদের জন্য মাত্র ১০০ টাকা ডিপোজিট করেই ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে।ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে চাইলে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্টুডেন্ট আইডি কার্ড,সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি,নমিনির জাতীয় পরিচয় পত্রের ছবি,নমিনির সদ্যতলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ডাকবাংলা ব্যাংকের যে কোন শাখায় গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে শুধুমাত্র স্টুডেন্ট একাউন্ট আপনি খুলতে পারবেন।সাধারণত স্কুল কলেজের শিক্ষার্থীরাই স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে কেননা এক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডের দরকার পড়ে।যদি স্টুডেন্ট আইডি কার্ড সাথে না নেন তাহলে স্টুডেন্ট একাউন্ট অ্যাকাউন্ট খুলতে দিবে না।স্টুডেন্ট একাউন্টের আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে।চলুন এ পর্যায়ে সেগুলো দেখে নেওয়া যাক।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা
স্টুডেন্ট একাউন্টের উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল চার্জ ছাড়াই ডেবিট বা ক্রেডিট কার্ড সংগ্রহ।
- কোন প্রকার চার্জ ছাড়া ডেবিট কার্ড স্টুডেন্ট একাউন্ট দিয়ে সংগ্রহ করা যায় এবং উক্ত কার্ড দিয়েই চার্জ ছাড়াই লেনদেন করা যায়।
- এটিএম বুথ কিংবা ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ থেকেই টাকা উত্তোলন করতে পারবেন।
- ইন্টারনেট ব্যাংকিং কিংবা ডিজিটাল ব্যাংকিং সেবাও রয়েছে স্টুডেন্ট একাউন্টের মধ্যে।
- ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা "রকেটে" স্টুডেন্ট একাউন্ট লিঙ্ক করে অর্থাৎ আদান-প্রদান করতে পারবেন।
- এছাড়াও রকেটের মাধ্যমে মোবাইল রিচার্জ, কম চার্জে সেন্ড মানি করা যায়।
- একজন শিক্ষার্থী হিসেবে ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট চাইলে খুলতে পারেন।কারণ চার্জ ছাড়া ডেবিট কার্ড সহ আরো অনেক সুযোগ সুবিধা স্টুডেন্ট একাউন্টে পাওয়া যায়।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
ডাচ বাংলা ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে চাইলে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি,সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি,নমিনির জাতীয় পরিচয় পত্রের ছবি,নমিনির সদ্যতলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি,ইউটিলিটি বিল এর ফটোকপি(গ্যাস,বিদ্যুৎ,পানি) নিয়ে ডাচবাংলা ব্যাংকের যে কোন শাখায় গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে সেভিংস একাউন্ট একাউন্ট খুলতে পারবেন।
উক্ত সকল ডকুমেন্টস নিয়ে ০৭ টি অ্যাকাউন্ট এর মধ্যে আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চান সেটি বললেই ব্যাংক কর্মকর্তা একাউন্ট খুলে দিবেন। তবে প্রত্যেকটি একাউন্টের জন্য যেহেতু আলাদা টাকা জমা দিতে হয় তাই সে পরিমাণ টাকা অবশ্যই সাথে রাখবেন।
তবে একাউন্টের উপর নির্ভর করে কাগজপত্র কম বেশিও লাগতে পারে।যেমন যদি ব্যবসায়ী অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স এর দরকার হবে।আবার স্টুডেন্ট একাউন্ট খুলতে চাইলে স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই লাগবে।এগুলো ছাড়া উক্ত অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন নাহ।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা
ডাচ বাংলা ব্যাংক এতটা জনপ্রিয় হওয়ার কারণ তাদের সেভিংস একাউন্টের সুযোগ-সুবিধা সমূহ।এ পর্যায়ে ডাচ বাংলা ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের সুবিধা নিয়ে আলোচনা করব।
- খুব সহজেই অল্প কিছু ডকুমেন্টস এর মাধ্যমে যেকোনো সময় অ্যাকাউন্ট খোলা যায়।
- চেক ইস্যু করা যায় অল্প সময়ের মধ্যেই।
- ব্যাংকের এক জায়গা থেকে অন্য শাখায় সহজে টাকা ট্রান্সফার করা যায়।
- যেকোনো সময় চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।
- DPS Account যে কোন সময়ই খোলা যায়।
- ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা রয়েছে।
- যেকোনো সময় ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করা যায়।
- তথ্য লেনদেনের ক্ষেত্রে কোন লিমিটেশন নেই।
- এটিএম বুথ থেকে যেকোনো সময় টাকা তোলা যায়।
অল্প কিছু ডকুমেন্টস এর মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের একাউন্ট খোলা যায় বলেই এটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যাংকগুলোর মধ্যে বর্তমানে একটি।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম
ডান্স বাংলা ব্যাংকের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ইন্সটল করুন।এর পরে যেই নাম্বার দিয়ে খুলেছেন তা দিয়ে লগইন ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার জন্য আপনার ফোনের মেসেজ অপশন থেকে BAL<space>23467(account number) লিখে 3225 নাম্বারে পাঠিয়ে দিন।ফিরতি এসএমএসে ব্যাংক কর্তৃক আপনার একাউন্টের নাম্বার,কত টাকা আছে সেটি দেখানো হবে।
এরপরও যদি একাউন্ট চেক করতে কোন ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে তাদের ব্রাঞ্চ এ গিয়ে যোগাযোগ করতে হবে
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা ডিপোজিট করে আপনি একাউন্ট খুলতে পারবেন।এক্ষেত্রে বিভিন্ন অ্যাকাউন্টের জন্য বিভিন্ন ধরনের অর্থ ডিপোজিট করতে হয়৷চলুন দেখে নিই, বিভিন্ন ধরণের ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে।
- স্টুডেন্ট একাউন্ট - ১০০ টাকা
- সেভিংস ডিপোজিট প্লাস একাউন্ট - ৫০০০ টাকা
- ত্রিপোজিট একাউন্ট - ১০০০ টাকা
- সেভিংস ডিপোজিট একাউন্ট স্ট্যান্ডার্ড - ৫০০ টাকা
- ইন্টারেস্ট ফ্রি সেভিংস ডিপোজিট একাউন্ট - ৫০০০ টাকা
- স্পেশাল নোটিশ ডিপোজিট একাউন্ট - ২০০০ টাকা
FAQ's
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
মেসেজের সাহায্যে অ্যাকাউন্ট চেক করতে চাইলে, আপনার ফোনের মেসেজ অপশন থেকে BAL<space>23467(account number) লিখে 3225 নাম্বারে পাঠিয়ে দিন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট কোড কত
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট কোড - BAL<space>23467(account number)
ডাচ বাংলা ব্যাংকের অনলাইন নাম্বার কত?
- Dutch Bangla Bank Online Number - 16216
- International Call - 09666716216
শেষ কথা
আজকের আর্টিকেলে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলার সকল কনফিউশন দূর হয়েছে। তারপরও যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে কোন ধরনের সমস্যায় পড়েন,আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।
আরোও পড়ুন - অনার্স ২য় বর্ষের বইয়ের তালিকা ২০২৫